ওয়েবডেস্ক: বলিউডের নিন্দুকরা বলছেন- রণবীর কাপুর বার বার প্রেমিকা বদলালেও তাঁদের মানসিকতার ধরন যে মোটের উপরে একই থাকে, এ বার তার হাতে-নাতে প্রমাণ পাওয়া গেল! কেন না, বিশ্ব স্বাস্থ্য দিবসে যে ভাবে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফ, তার থেকেই দু’জনের চারিত্রিক মিল এবং পছন্দের মিলের জায়গাটা স্পষ্ট।

আরও পড়ুন: আলিয়া ভাটের কাছে হেরে যাবেন না, সাফ জানিয়ে দিলেন দীপিকা পাড়ুকোন!
দীপিকা বিশ্ব স্বাস্থ্য দিবসে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কালো স্পোর্টস ব্রা আর কালো জিম টাইটে ধরা দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন শরীরচর্চার ছবির মাধ্যমে যে কী ভাবে নিজেকে সুস্থ রাখতে হয়! তবে শুধুই দৈহিক সুস্থতার দিকে নয়, পাশাপাশি একদা অবসাদে আক্রান্ত হওয়া এই নায়িকা মানসিক সুস্থতার উপরেও জোর দিয়েছেন। স্বামী রণবীর সিংও যে তাঁর সঙ্গে সহমত, সে তো তাঁর কমেন্টই বলছে!
View this post on Instagram
View this post on Instagram
অন্য দিকে, ক্যাটরিনা কাইফ মলদ্বীপের ছুটি থেকে ধরা দিয়েছেন স্পোর্টস বিকিনিতে। দেখা যাচ্ছে সাগরতটে তাঁর উচ্ছ্বলতা। তবে বিশ্ব স্বাস্থ্য দিবসে বিকিনি নয়, স্রেফ শর্টসে তিনি ঠাঁই খুঁজেছেন ঝরনাতলার নির্জনে, লিখেছেন- খুঁজে পেয়েছেন আভ্যন্তরীণ শান্তি! তাঁর ছবি দেখে উচ্ছ্বসিত বলিউড, আপনি কিছু বলবেন না?
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।