ওয়েবডেস্ক: এ এখন জানা খবর- দেব আপাতত রাজা চন্দর সঙ্গে তাঁর পরের ছবির কাজে যোগ দিয়েছেন। ছবিটা তৈরি হবে তাঁর প্রযোজনা সংস্থা আর কোয়েল মল্লিকের শ্বশুরবাড়ির প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস-এর যৌথ উদ্যোগে। ছবির নাম এখনও ঠিক হয়নি। খবর বলছে- ছবিতে দেব অভিনয় করতে চলেছেন এক গায়কের ভূমিকায়। ত্রিকোণ প্রেমের এই ছবিতে রুক্মিণীর চরিত্র কী, তা এখনও স্পষ্ট নয়। কোয়েলেরও ছবিতে অভিনয় করার কথা ছিল এক সাংবাদিকের চরিত্রে। কিন্তু চিত্রনাট্যে রুক্মিণীর গুরুত্ব বেশি দেখে তিনি আর ছবিটা করছেন না, তাঁর জায়গা ছেড়ে দিয়েছেন কৌশানি মুখোপাধ্যায়কে!
আরও পড়ুন: সবজি-বাজারে শুটিংয়ের পাশাপাশিই পরের ছবির লোকেশন বাছাই, বিশ্রাম ভুলেছেন দেব!
View this post on Instagram
#Bonding #Friendship #cinema with my dir @raja.chanda from the set of our new film ..
যাই হোক, দেব কিন্তু বেশ মন দিয়েই কাজ করে চলেছেন। প্রথমে খবর ছিল, প্রযোজকের মতো হুকুমও তিনি খাটাচ্ছেন শুটিং ফ্লোরে। তবে তার জন্য যে অভিনয়ের দিকটায় মন দিচ্ছেন না- এমনটাও নয়। যেমন যেমন এগোচ্ছে শুটিং, তেমন তেমন নানা ছবি আর ভিডিও পোস্ট করে চলেছেন নায়ক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মারফত!
View this post on Instagram
সেই তালিকায় যেমন রয়েছে ছবির প্রথম টিজার, তেমনই রয়েছে শুটিংয়ের নানা মুহূর্তও! এ বার বলুন- প্রিয় নায়কের এই নাম ঠিক না-হওয়া ছবি দেখার উত্তেজনা কতটা বাড়িয়ে দিচ্ছে এই সোশ্যাল মিডিয়া পোস্টগুলো?