একা নয় দু’জনে এক সঙ্গে হাঁটলেন ল্যাকমে ফ্যাশন উইকে। তাই বেশ আবেগপ্রবণ হয়ে পড়লেন সেফ আলি খানের অর্ধাঙ্গীনী কারিনা কাপুর খান। এই প্রথমবার মা হতে চলেছেন বেবো। ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা ট্রাডিশন্যাল আউট ফিটে সুসজ্জিত হয়ে মঞ্চে হাঁটলেন। আবেগপ্রবণ ‘কাপুর খানদান কি বেটি’ জানান, ‘এই মুহূর্তটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ স্মৃতি হয়ে থাকবে। প্রথম বার আমরা এক সঙ্গে র্যাম্পে হাঁটলাম।’
এর আগে সব্যসাচী মুখোপাধ্যায়ের সঙ্গে কখনই কাজ করা হয়ে ওঠেনি। কিন্তু এই বছর ল্যাকমে ফ্যাশন উইকে সেই সুযোগ পেয়ে তিনি দারুণ খুশি। আর ভাবি সন্তানকে নিয়ে র্যাম্পে হাঁটার পর তিনি জানান, অন্তঃসত্ত্বা হয়েও তিনি কাজ বন্ধ করেনি। তিনি কাজ করতে ভালোবাসেন। অভিনয় তাঁর প্যাশন। মৃত্যু পর্যন্ত তিনি কাজ করে যেতে চান।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।