কলকাতা: কলকাতার র্যাম্পে হাঁটা শুরু করল এক নতুন ফ্যাশন শো। অ্যাপোলো গ্লেনেগলস হসপিটালস (কলকাতা) এবং বেঙ্গল চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই ফ্যাশন শো-এর থিম ছিল ‘ওয়াক দ্য উইন্টার ইন কটন’।
ফ্যাশন শো-এ ন্যাচারাল ফেব্রিকের কালেকশনকে তুলে ধরলেন কলকাতার প্রখ্যাত ছ’ জন ডিজাইনার। শামলু দুদেজা, শর্বরী দত্ত, নন্দিতা রাজা, অগ্নিমিত্রা পাল, সায়ন্তন সরকার, প্রণয় বৈদ্য এবং অভিষেক রায়।
শামলু দুদেজার কালেকশনের শো’জ স্টপার ছিলেন নয়নিকা চট্টোপাধ্যায়।
নন্দিতা রাজার কালেকশনের শো’জ স্টপার ছিলেন বিক্রম ঘোষ এবং জয়া শীল।
প্রণয় বৈদ্য’র কালেকশনের শো’জ স্টপার ছিলেন মুমতাজ সরকার।
অভিষেক রায়ের কালেকশনের শো’জ স্টপার ছিলেন শ্রীনন্দা শঙ্কর।
এ দিনের ফ্যাশন শো-র গুরুত্ব বাড়িয়ে দেন চার জন ‘অ্যাসিড ভিকটিমস’। অগ্নিমিত্রা পলের কালেকশনের শো’জ স্টপার ছিলেন তাঁরা।
সব মিলিয়ে এক জমকালো ফ্যাশন শো-র সাক্ষী থাকল শহর কলকাতা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।