ওয়েবডেস্ক: জীবনকে উপভোগ করতে জানতে হয়! এবং যাঁরা সেটা জানেন, কোনো বাধাই কি তাদের মনমরা করে তুলতে পারে?
বাধা ব্যাপারটা যে কী, তা ইরানের সুন্দরী মন্ডনা কারিমি অবশ্য বেশ ভালো মতোই জানেন! এবং খুব সত্যি বলতে কী, সেটা তাঁর না জানার কথাও নয়। কেন না, মাঝে মাঝেই প্রবল বিতর্কের মুখে পড়তে হয় তাঁকে। কখনও নিয়তি তাঁকে দাঁড় করিয়ে দেয় সমালোচনার সামনে। কখনও বা আবার প্রিয় বন্ধুর মতোই যেন সমালোচনা আর নিন্দাকে আলিঙ্গন করেন বিগ বস-এর নবম পর্যায়ের এই প্রতিদ্বন্দ্বিনী।
তবে সম্প্রতি যে ঝড় তাঁর উপর দিয়ে বয়ে গিয়েছে, তাকে মর্মান্তিক ছাড়া আর কোনো আখ্যা দেওয়া যায় না। ব্যক্তিগত সম্পর্ক, স্পষ্ট করে বললে বিয়ে, সেটা ভেঙে গিয়েছে। এ ছাড়া ভেঙেছে ডান পাটিও। এক ফুটবল ম্যাচে অংশ নিতে গিয়ে ঘটেছিল এই দুর্ঘটনা, চলতি বছরের এপ্রিল মাসেই।
যাই হোক, ভাঙা পা ফের জোড়া লেগেছে। যদিও সম্পর্কটা নয়। কিন্তু যা দেখা যাচ্ছে, আপাতত ও সব নিয়ে ভাবতে রাজি নন কারিমি। তাই বান্ধবীদের সঙ্গে নিয়ে সোজা উড়ে গিয়েছেন মালয়েশিয়ায়। উদ্দেশ্য তো একটাই- সাগরতটের জল আর আকাশের নীলের সঙ্গে হাওয়া মেখে নতুন করে জীবনের মূল স্রোতে ফিরে আসা।
বলিউডের নিন্দুকরা কিন্তু বলছেন- উদ্দেশ্য বিতর্কের জোয়ারে ভেসে যাওয়াও। সে কারণেই সাগরতটে তাঁর নগ্নিকা রূপ ইনস্টাগ্রামে মেলে ধরেছেন কারিমি। যার একটিতে তাঁকে দেখা যাচ্ছে বালির মধ্যে। সেই ছবির সঙ্গে লিখেছেন তিনি- “জীবনটা ঠিক যেন এক সাগরতট, আর আমি খেলা করছি বালি মেখে!”
দ্বিতীয় নগ্ন ছবিটায় তাঁকে দেখা যাচ্ছে বসে থাকতে। দাবি কারিমির- তিনি ভালোবাসার নেশায় আচ্ছন্ন হয়ে রয়েছেন!
আপনার কী মনে হয়? ভালোবাসার বদলে বিতর্কের নেশাই কি পেয়ে বসেছে তাঁকে?