অচেনা গঙ্গাসাগর: উৎপল সরকারের ক্যামেরায়

0
সাগরস্নানের অচেনা ছবি। শুক্রবার সকালে।

সাগরদ্বীপ: করোনা পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলার আয়োজন হওয়ায় অনেকেই চিন্তিত। কিন্তু ভিড়ের সেই চেনা ছবি বেবাক উধাও এ বার সাগরদ্বীপে। একে করোনা, তার সঙ্গে দোসর হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ভিড় তো দূরের কথা, এত ফাঁকা থাকবে এ বারের মেলা, বোধহয় কেউ ভাবতে পারেননি। আর যেখানে সামান্য ভিড় হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, সেখানেই প্রশাসন সক্রিয় হয়ে মাঠে নেমে পড়ছে। কেমন চলছে মেলা, দেখে নেওয়া যাক বিশিষ্ট চিত্র-সাংবাদিক উৎপল সরকারের ক্যামেরায়।

gangasagar 1 14.01
বৈতরণী পার।
gangasagar 2 14.01
বৃষ্টিতে বিপর্যস্ত।
gangasagar 3 14.01
গঙ্গারতি।
gangasagar 4 14.01
খদ্দেরের অপেক্ষায়।
gangasagar 5 14.01
সতর্ক প্রশাসন।
gangasagar 6 14.01
প্রদীপ ভাসানোর প্রস্তুতি।
gangasagar 7 14.01
প্রায় পরিত্যক্ত সাগরতট।
gangasagar 9 14.01
সাগরমেলার সজ্জা।
gangasagar 10.14.01
খোশ মেজাজে নাগা সাধু।
gangasagar mela utpal 3 14.01
বাদ পড়েনি ই-স্নান।
gangasagar 8 14.01
আলোকমালায় সুসজ্জিত কপিল মুনির মন্দির।

আরও পড়তে পারেন

করোনা পরিস্থিতি এবং বৃষ্টির ভ্রূকুটি, গঙ্গাসাগরে নেই সংক্রান্তির চেনা ছবি

বিজ্ঞাপন