বাংলা সংগীত মেলা: রাজীব বসুর ক্যামেরায়

0
sangeet mela inauguration
প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে সন্ধ্যা মুখোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, উষা উত্থুপ, অভিজিৎ, কুমার শানু, রশিদ খান প্রমুখ।

কলকাতা: বুধবার শুরু হল বাংলা সংগীত মেলা। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান হল নজরুল মঞ্চে। মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলা সংগীত জগতের প্রবীণ দিকপালরা। উপস্থিত  ছিলেন বর্ষীয়ান সংগীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ও। তাঁকে বিশেষ সংগীত সম্মান দেওয়া হয়। এ দিনের অনুষ্ঠানে সম্মানিত করা হয় আরও বহু শিল্পীকে।

sangeet mela jaya 05.12

বর্ষীয়ান সেতারবাদক জয়া বিশ্বাসকে সংগীত মহা সম্মান প্রদান করা হয়।

sangeet mela gautam 05.12

গৌতম ঘোষকে সংগীত মহা সম্মান।   

sangeet mela dipankar 05.12

দীপঙ্কর চ্যাটার্জিকে সংগীত সম্মান প্রদান করছেন কবীর সুমন ও মুখ্যমন্ত্রী।

sangeet mela kaushiki 05.12

কৌশিকী চক্রবর্তীকে সংগীত সম্মান। পাশে রয়েছেন তাঁর বাবা পণ্ডিত অজয় চক্রবর্তী।

sangeet mela rashid 05.12

সংগীত পরিবেশন করছেন রশিদ খান, অভিজিৎ ও কৌশিকী চক্রবর্তী।

sangeet mela dona 05.12

নৃত্য পরিবেশনা ডোনা গাঙ্গুলির।

আরও দেখুন: মেলার কলকাতায়, কলকাতার মেলায়

বিজ্ঞাপন