কাঁথাস্টিচের উত্তরীয় উড়িয়ে নিয়ে সস্ত্রীক র্যাম্পে হাঁটলেন প্রাক্তন রাজ্যপাল এম কে নারায়ণন। বাংলার বহু পুরোনো কাঁথাস্টিচ মূল স্রোতে বইয়ে দিতে আর এই সেলাইয়ের রকমারি ডিজাইন আর সৌন্দর্য তুলে ধরতে বাংলার দুর্গোৎসবের ঠিক প্রাক্কালে আয়োজন করা হয় একটি ফ্যাশন শো-এর। ৩ অক্টোবর আইটিসি সোনারে অনুষ্ঠিত হয়ে গেল এই ফ্যাশন শোটি। এর উদ্যোক্তা ছিলেন ‘কাঁথা রিভাইভল’-এর চেয়ারপার্সন শামলু দুবেজা।

সস্ত্রীক প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী





খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।