ওয়েবডেস্ক: খবর বলছে, মোনালিসা আপাতত রয়েছেন কাম্বোডিয়ায়। একা নন, সঙ্গে রয়েছেন স্বামী বিক্রান্ত সিং রাজপুতও। দু’জনেই যেমন ধরা দিয়েছেন ছুটির ফাঁদে, তেমনই অনেক দিন পরে ধরা দিয়েছেন পরস্পরের বাহুবন্ধনেও!
আরও পড়ুন: স্নানের টব, সুখশয্যা না সুইমিং পুল- কোথায় মোনালিসা বেশি মোহময়ী? নিজেই বলুন দেখে!
খেয়াল করে দেখুন তো, স্বামীর সঙ্গে এমন ব্যক্তিগত সময় কাটানো মুহূর্তে কখনও কি দেখেছেন মোনালিসাকে? এটা ঠিক যে সুইমিং পুলে, বিকিনিতে তাঁকে দেখা যায় হামেশাই! নৌকাবিহারে তাঁর যে বুক-চেরা ড্রেস হুলস্থুল ফেলেছে, তেমন পোশাকও তো কতই পরেছেন নায়িকা এর আগে! কিন্তু এত উচ্ছ্বল, এত খুশির মেজাজে কি কখনও দেখেছেন তাঁকে?
View this post on Instagram
Waterbabies 🏊♀️🏊🏻♂️… 🔥 #poolside #fun #chillout #greatfun #swimming @vikrant8235
একটু হাতে সময় নিয়ে দেখুন না মোনালিসা আর বিক্রান্তের ছুটির মুহূর্তগুলো! তার পর নিজের কাছে একবার জানতে চান তো- আপনিও কত দিন ছুটিতে যাননি মনের মানুষটিকে নিয়ে?