খবর অনলাইন ডেস্ক: বুধবার থেকে সারা দেশে ২১ দিনের লকডাউন শুরু হয়েছে। দেশের বাণিজ্য-রাজধানী মুম্বই অবশ্য আগে থেকেই কার্যত লকডাউনে চলে গিয়েছে, যে হেতু করোনা-আক্রান্তের সংখ্যায় প্রথম দু’টো রাজ্যের মধ্যে মহারাষ্ট্র অন্যতম। আর মহারাষ্ট্রে যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের অধিকাংশই মুম্বইয়ের। তাই মুম্বই স্বাভাবিক ভাবে অনেক বেশি সতর্ক। যে মুম্বই ২৪ ঘণ্টা কর্মচঞ্চল থাকে, সেই নগরী এখন কার্যত নিস্পন্দ। এই অচেনা মুম্বইয়ের ছবি তুলেছেন পার্থ গুহ।

মেরিন ড্রাইভের এ চেহারা কে কবে দেখেছে?

তাজ হোটেল চত্বর।

শুনশান গিরগাঁও চৌপট্টি।

যানহীন এশিয়াটিক সোসাইটি চত্বর।

নিশ্চল হয়ে রয়েছে মৎস্যজীবীদের মাছ ধরার নৌকাগুলো।

পুরোপুরি বন্ধ, মুম্বই ফোর্ট এরিয়া রোড।

রাস্তার ধারে এখানেই রোজ বসে মাছের বাজার।

আজাদ ময়দান। (বাঁ দিকে) দেখা যাচ্ছে মুম্বই হাইকোর্ট।

মন্ত্রালয়ের সামনে এ দৃশ্য কখনও দেখা যায়?

কাজকর্ম স্তব্ধ। ডকইয়ার্ড রোড।

নির্জন ফ্লোরা ফাউনটেন।