লকডাউনে বাণিজ্য-রাজধানী: বিরল দৃশ্য

0
gateway of india
পাখিদের অবাধ রাজত্ব। গেটওয়ে অফ ইন্ডিয়ায়।

খবর অনলাইন ডেস্ক: বুধবার থেকে সারা দেশে ২১ দিনের লকডাউন শুরু হয়েছে। দেশের বাণিজ্য-রাজধানী মুম্বই অবশ্য আগে থেকেই কার্যত লকডাউনে চলে গিয়েছে, যে হেতু করোনা-আক্রান্তের সংখ্যায় প্রথম দু’টো রাজ্যের মধ্যে মহারাষ্ট্র অন্যতম। আর মহারাষ্ট্রে যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের অধিকাংশই মুম্বইয়ের। তাই মুম্বই স্বাভাবিক ভাবে অনেক বেশি সতর্ক। যে মুম্বই ২৪ ঘণ্টা কর্মচঞ্চল থাকে, সেই নগরী এখন কার্যত নিস্পন্দ। এই অচেনা মুম্বইয়ের ছবি তুলেছেন পার্থ গুহ

mumbai marine drive 26.03

মেরিন ড্রাইভের এ চেহারা কে কবে দেখেছে?

mumbai taj hotel 26.03

তাজ হোটেল চত্বর।

mumbai girgaon 25.03

শুনশান গিরগাঁও চৌপট্টি।

mumbai asiatic 25.03

যানহীন এশিয়াটিক সোসাইটি চত্বর।

mumbai fishermen boat 25.03

নিশ্চল হয়ে রয়েছে মৎস্যজীবীদের মাছ ধরার নৌকাগুলো।

mumbai fort area road 25.03

পুরোপুরি বন্‌ধ, মুম্বই ফোর্ট এরিয়া রোড।

mumbai fish market 26.03 1

রাস্তার ধারে এখানেই রোজ বসে মাছের বাজার।

mumbai azad maidan 26.03

আজাদ ময়দান। (বাঁ দিকে) দেখা যাচ্ছে মুম্বই হাইকোর্ট।

mumbai mantralaya 26.03

মন্ত্রালয়ের সামনে এ দৃশ্য কখনও দেখা যায়?

mumbai dockyard rd 26.03

কাজকর্ম স্তব্ধ। ডকইয়ার্ড রোড।

mumbai flora 26.03

নির্জন ফ্লোরা ফাউনটেন।

বিজ্ঞাপন