চিনে সম্প্রতি একটি সমীক্ষা থেকে জানা গেছে, সারা দেশে এখন পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডার সংখ্যা প্রায় এক হাজার আটশো চৌষট্টি। প্রায় কয়েক দশক ধরে চলা বন্যপ্রাণী সংরক্ষণের ফলশ্রুতি হিসেবেই এই জায়ান্ট পান্ডার সংখ্যা বেড়েছে চিনে।
আগে ‘এনডেনজার্ড’ হিসেবে চিহ্নিত হলেও বর্তমানে একে ‘ভালনারেবল’ শাখায় ফেলা সম্ভব হয়েছে। আগামী দিনে এই জায়ান্ট পান্ডার সংখ্যা আরও বাড়বে বলে আশা করছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার।
চিনে জায়ান্ট পান্ডার সংখ্যা বাড়ার পাশাপাশি কঙ্গোতে কমেছে গোরিলা। এদের বলা হচ্ছে ‘ক্রিটিক্যালি এনডেনজার্ড’। সরকারি সুত্রে জানা গেছে, কঙ্গোতে ছ’ ধরনের বনমানুষ প্রজাতির মধ্যে ৪ ধরনের প্রজাতি বিপন্ন। এদের মধ্যে অন্যতম হল ইস্টার্ন গোরিলা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।