manali snowfall

ওয়েবডেস্ক: সোমবার এবং মঙ্গলবার তুষারপাত হল কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে। এই সব রাজ্যের উঁচু এলাকাগুলিতে আগে তুষারপাত হলেও, শ্রীনগর, মানালির মতো শহরে এটাই ছিল মরশুমের প্রথম তুষারপাত।

তুষারপাতের ফলে খুশির হাওয়া স্থানীয় মানুষ এবং পর্যটকদের মধ্যে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে উন্নতি করতে শুরু করবে আবহাওয়া। ফের তুষারপাতের জন্য হয়তো আবার এক সপ্তাহের অপেক্ষা। আসুন দেখে নিই, তুষারপাতের কিছু ছবি –

তুষারাবৃত ডালহৌসি
শিমলায় তুষারপাত না হলেও, বরফ পড়েছে নারকান্ডায়
তুষারপাতের সময়ে শ্রীনগরের বাসস্ট্যান্ড
বরফে ঢাকা শ্রীনগরের বিমানবন্দর
তুষারে ঢাকা মানালির রাস্তা
বরফে ঢাকা ফাগু
বরফ পড়েছে কেদারনাথে

ছবি সৌজন্য টুইটার, ফেসবুক এবং এএনআই

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here