করণ জোহর তার সুপারহিট টক শো ‘কফি উইথ করণে’র নতুন সিজন নিয়ে হাজির হচ্ছেন। ‘সিজন ৮’-এর জন্য শিডিওল লক করার প্রস্তুতি চলছে৷ এটি সম্ভবত আগস্ট বা সেপ্টেম্বরের কাছাকাছি প্রচারিত হবে।
এই মুহূর্তে টলিউডের পরিচিত মুখ রুক্মিণী মৈত্র। একদিকে যেমন তিনি একের পর এক কাজ করছেন, সেই সঙ্গে আরও একটি কারণ আছে তাঁর জনপ্রিয়তার। তিনি সুপারস্টার দেবের বিশেষ বান্ধবী।
উর্ফি জাভেদ! আপাতত এই নামটা বললেই চোখের সামনে ভেসে ওঠে বলিপাড়ার এই নায়িকার মুখ। না, অভিনয়ের জন্য তিনি বিখ্যাত হননি। উর্ফি বারবার চর্চায় আসেন তাঁর অভিনব পোশাকের জন্য।