আগামী দশ বছর রিয়াল মাদ্রিদের হয়েই খেলতে চান ক্রিস্টিয়ানো রোনাল্ডো। উয়েফার বর্ষসেরা খেলোয়াড় হয়ে জানিয়ে দিলেন তিনি। এখন তাঁর বয়স ৩১ বছর। এই বয়সে রীতিমতো মধ্য গগনে তিনি। এই নিয়ে দ্বিতীয় বার ইউরোপের বর্ষসেরা খেলোয়াড় হলেন। আগামী ১০ বছর রিয়ালেই খেলে সিআর সেভেন অবসর নিতে চান।
এক সময় ম্যাঞ্চেস্টারে খেলতে চান এমন ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে নিয়ে রোনাল্ড বলেন, ‘আমি বশ্বের সেরা ক্লাবে খেলছি। এখানেই আরও ১০ বছর খেলে আমি কেরিয়ার শেষ করতে চাই।’
আপাতত বিয়ালের সঙ্গে ২০১৮ পর্যন্ত চুক্তি রয়েছে তাঁর।
Very happy and proud to win such a special award. Thank you to my team mates from Real Madrid and Portugal! ✌🏼️🔝👍🏼 pic.twitter.com/vR61LXyW9o
— Cristiano Ronaldo (@Cristiano) August 25, 2016
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।