ওয়েবডেস্ক: শুক্রবার আলিপুরের ‘উত্তীর্ণ’ ভবনে ঘটেছিল সংগীত জগতের নক্ষত্র সমাবেশ। এ দিন রাজ্য সরকারের পক্ষ থেকে শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় ‘সংগীত মহাসম্মান’। এই অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। শিল্পীরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিক। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।
সংগীত মহাসম্মান প্রদান করা হয় শিল্পী রাঘব চট্টোপাধ্যায়কে।
অনুষ্ঠানে শিল্পী শান ও অরিজিতের সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী।
রূপঙ্করের হাতে সম্মান তুলে দেন সন্ধ্যা মুখোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী।
সম্মানিত করা হল শিল্পী মনোময় ভট্টাচার্যকে।
ছবি: রাজীব বসু
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।