sridevi

ওয়েবডেস্ক: সে-ই চার বছর বয়স থেকেই লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশন জুড়ে গিয়েছিল তাঁর জীবনে। তখন যদিও শ্রীদেবী নামে তাঁর পরিচিতি নয়। বরং, দক্ষিণী ছবির দুনিয়া নানা পৌরাণিক ছবির বালক-চরিত্রে অভিনয়ের সুবাদে জনপ্রিয় ছোটো মেয়েটিকে চেনে শ্রী আম্মা আয়েঙ্গার আইয়াপ্পন নামে।

আম্মা থেকে শ্রীর দেবীতে রূপান্তরিত হওয়াটা অবশ্য মোটেও বিস্ময়ের নয়! ১৯৭৯ সাল থেকেই ‘ষোলবা সাবন’ ছবির সূত্রে সবাই বুঝে গিয়েছিল, এই মেয়েকে দমিয়ে রাখা তো যাবেই না, বরং ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকার জায়গাটা ছেড়ে দিতে হবে!

বাকিটা আজ ইতিহাস! বিশেষ করে দুবাইতে হৃদরোগে শ্রীদেবীর আকস্মিক প্রয়াণের পর!

নীচের এই গ্যালারিতে থাকল একেবারে অল্প বয়স থেকে সারা ভারতের সেলুলয়েডে ধরা দেওয়া সেই অনবদ্য শ্রীর খাস ঝলক!

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here