ছবির গ্যালারি
রানির মেয়ে আদিরার জন্মদিন, কী হুল্লোড়টাই না করলেন বলিউডের তারারা!
ওয়েবডেস্ক: খুদের বয়স মাত্র ২ বছর! কিন্তু তাতে কী! রানি মুখোপাধ্যায় আর আদিত্য চোপড়ার একমাত্র মেয়ে আদিরার জন্মদিনের পার্টি চোখধাঁধানো হবে না, তাও কী হতে পারে! শনিবারে এক বছর পূর্ণ করে দুই বছরের যাত্রাপথে পা দিল আদিরা। তার জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন রেখা, শ্রীদেবী, রবিনা টন্ডন, শিল্পা শেঠি কুন্দ্রা, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, আলিয়া […]
ওয়েবডেস্ক: খুদের বয়স মাত্র ২ বছর! কিন্তু তাতে কী! রানি মুখোপাধ্যায় আর আদিত্য চোপড়ার একমাত্র মেয়ে আদিরার জন্মদিনের পার্টি চোখধাঁধানো হবে না, তাও কী হতে পারে!
শনিবারে এক বছর পূর্ণ করে দুই বছরের যাত্রাপথে পা দিল আদিরা। তার জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন রেখা, শ্রীদেবী, রবিনা টন্ডন, শিল্পা শেঠি কুন্দ্রা, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, করণ জোহর, শাহরুখ খানের মতো ডাকসাইটে তারারা। একা নয়, সঙ্গে তাঁরা এনেছিলেন সন্তানদেরও। যার মধ্যে বিশেষ করে সবার নজর ছিল করিনার ছেলে তৈমুর, করণের যমজ ছেলে-মেয়ে যশ আর রুনি এবং শাহরুখের ছেলে আব্রামের দিকে।
এই গ্যালারিতে দেখুন আদিরার সেই জন্মদিনের পার্টির কিছু মুহূর্তের ঝলক!
মায়েদের দঙ্গল:
জন্মদিনটা না হয় বাচ্চার! তা বলে মায়েরা হুল্লোড় করবেন না, এ কেমন কথা! তাই খুদেদের নিজের মতো সময় কাটাতে দিয়ে সেলফিতে মন দিলেন রানি, করিনা আর করিশ্মা।
বন্ধুত্বের উদযাপন:
করিনা আর করণ খুবই ঘনিষ্ঠ বন্ধু। দেখা যাচ্ছে সেই বন্ধুত্বে যোগ দিয়েছে তৈমুর আর যশও!
সুপার নানি:
হিসেব মতো তিনি বাচ্চাদের ঠাকুমা! ছবি দেখলে কে বলবে বলুন তো! তাই রেখা যখন করণের ছেলে-মেয়েকে কোলে তুলে আদরে ব্যস্ত, তাঁর সঙ্গে ছবি তুলতে এগিয়ে এলেন সবাই। শ্রীদেবী, রানি, শিল্পা, করিনা, করণ- দেখুন সবাই কেমন ঘিরে ধরেছেন রেখাকে!
শৈশব স্মৃতি:
খুদেদের জন্মদিনের আসল দেখার ব্যাপার তো এটাই! কোন খুদে কী কাণ্ড ঘটাল! এই ছবিতে দেখুন, কেমন নিজেদের মতো হাসি-মজায় মেতেছে সইফিনার ছেলে তৈমুর! এও বেশ বোঝা যাচ্ছে, করণের ছেলে-মেয়ে যশ আর রুনির সঙ্গে বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গিয়েছে তার।
মাদার ইন্ডিয়া:
ফের একটু চোখ রাখা যাক মায়েদের দঙ্গলে। ছেলে ভিয়ান কোলে শিল্পাই কেড়ে নিচ্ছেন নজর। তবে কম যান না করিনা, করিশ্মা, রানিও!
বার্থডে লাভ:
শুধু করিনা, করিশ্মা, রানিকে দেখেই পরের ছবিতে চলে যাবেন না। খেয়াল করে দেখুন করিশ্মা কেমন মুকুট পরেছেন মাথায়! তা, খুদেদের পার্টিতে এটুকু ছেলেমানুষি করাই চলে, তাই না?
হাসছি মোরা হাসছি দেখো:
কাকে ছেড়ে কার হাসি দেখবেন বলুন তো? তৈমুর, করিনা, করিশ্মা- সবাই যে আনন্দে মশগুল!
ফ্যান হো গয়া:
ছবিতে শাহরুখ খানের সঙ্গে কে বলুন তো? নীল নীতিন মুকেশের স্ত্রী রুক্মিণী। প্রিয় তারাকে হাতের নাগালে পেলে তাঁর সঙ্গে একটা ছবি না তুলে কি থাকা যায়?
হৃদয়ে তোমার বাণী:
ফের শাহরুখ খানের সঙ্গে ছবি তোলার ধুম। বাঁ দিকে রয়েছেন বাণী কাপুর। আর ডান দিকে? সে কী! রবিনা টন্ডনকে চিনতে পারছেন না?
লাজুকলতা:
এ কী! আদিরার জন্মদিনের পার্টিতে আসার সময় মুখ ঢাকছেন কেন আলিয়া ভাট? স্বাভাবিক! পার্টি যে আদিরার! তাই তাকে ছেড়ে কেনই বা নিজের দিকে সবার মনোযোগ টানতে চাইবেন আলিয়া!
হাস্যময়ী:
আদিরার পার্টিতে ঢোকার মুখে ক্যাটরিনা কাইফ! স্মিত হাসি বলে দিচ্ছে, পার্টিতে হুল্লোড়ের জন্য তৈরি তিনি!
দিনের শেষে ঘুমের দেশে:
ইশ! আব্রাম যে ঘুমিয়ে পড়েছে বাড়ি ফেরার পথে! তা, হতেই পারে! ছেলেমানুষ তো! অনেকটা হইচইয়ের পরে এটা তো তার ন্যায্য প্রাপ্য!
ছবি সৌজন্য: ইন্ডিয়ান এক্সপ্রেস
ছবির গ্যালারি
দীপাবলিতে সেজে উঠল আমতার শ্রী রামকৃষ্ণ প্রেমবিহার

খবরঅনলাইন ডেস্ক: হাওড়ার আমতার কাছে খড়িয়পে অবস্থিত শ্রী রামকৃষ্ণ প্রেমবিহার। এই মঠে এখন কর্মযজ্ঞ চলছে। বিশাল মন্দির তৈরি হচ্ছে। মালদা, মুর্শিদাবাদের শ্রমিকদের হাতে সেই মন্দির সেজে উঠছে। তার কাজ এখন প্রায় শেষের পথে।

দীপাবলির দিন মঠের সেই নবনির্মিত মন্দিরই নতুন রূপে সেজে উঠল। বিভিন্ন দিকে মোমবাতির আলোয় তৈরি হল এক মায়াবী পরিবেশ।

১৯৯৫ সালে স্বামী সম্বুদ্ধানন্দের হাত ধরে পথ চলা শুরু করে এই মঠ। হাওড়ার আমতার কাছে খড়িয়প গ্রামে এই মঠের অবস্থান। এর চার বছর পর, অর্থাৎ ১৯৯৯ সালে এখানে দুর্গাপুজো শুরু। ২০০০ সালে কলকাতার চিড়িয়া মোড়ের কাছে রেডিও গলিতে এই মঠের প্রধান কার্যালয় স্থানান্তরিত হয়।

এখন অনেক সামাজিক কাজকর্মে ব্রতী হয়েছে এই মঠ। মঠের পক্ষ থেকে চালানো হয় একটি প্রাথমিক স্কুল, দাতব্য চিকিৎসালয়। চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। দারিদ্রসীমার নীচে থাকা বেকার যুবক ও ছাত্রদের বাগান পরিচর্যা, পশুপালন, মাছচাষ ও নানা কুটির শিল্পের প্রশিক্ষণ দেওয়া হয়।

দেওয়া হয় কুটির শিল্পের নানান উপকরণও। পুরুষ, নারীদের জন্য স্বনির্ভর গোষ্ঠী খোলা হয়েছে। অঙ্কন, সেলাই ও কাটিং শেখানো হয়। প্রতি বছরই বেশ কিছু অনাথ শিশুর লেখাপড়া-থাকা সহ সার্বিক দায়িত্বও নেয় মঠ।

মন্দির পুরোপুরি তৈরি হয়ে গেলে এটা যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অন্যতম দর্শনীয় স্থান হতে চলেছে, তা বলাই বাহুল্য।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
পুলিশি নজরে মোটামুটি বাজিহীন মহানগর কলকাতা আলোর ছটায় উদ্ভাসিত
ছবির গ্যালারি
পয়লা বৈশাখে মহানগরী: রাজীব বসুর ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: এক বিরল পয়লা বৈশাখ দেখল মহানগরী কলকাতা। করোনাভাইরাসের জেরে লকডাউন। আর সেই লকডাউনের জেরে সব কাজ স্তব্ধ। তার ব্যত্যয় ঘটেনি বাঙালির অত্যন্ত প্রাণের উৎসব পয়লা বৈশাখ। মন্দিরে পুজো-আচ্চা হল না। দোকানে হালখাতা হল না। গানবাজনার আসরও বসল না কোথাও। কলকাতা কেমন কাটাল পয়লা বৈশাখ? দেখুন রাজীব বসুর ক্যামেরায়।

কালীঘাট মন্দিরও জনবিরল।

যে সোনার দোকান জমজমাট থাকে পয়লা বৈশাখে, সেই সোনার দোকানের ঝাঁপ বন্ধ। মঙ্গলবার বউবাজার এলাকা।

ট্রেনের চাকা চলছে না। চিৎপুর ইয়ার্ডে তাদের বিশ্রাম।

তবে বাঙালির ঘরে একটু আধটু পুজো তো হয়েছে, কিংবা পয়লা বৈশাখে সামান্য মিষ্টিমুখ। শারীরিক দূরত্ব রেখে মিষ্টির দোকানে লাইন।

যৌনকর্মীদের শিশুদের এ দিন দুধ খাওয়ালেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।
আরও পড়ুন: মহারাষ্ট্রের পর গুজরাত, লকডাউনের মেয়াদ বাড়তেই পথে নেমে পড়লেন পরিযায়ী শ্রমিকেরা
ছবির গ্যালারি
লকডাউনে রবিবারের কলকাতা: রাজীব বসুর ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: লকডাউনের মেয়াদ আরও দু’ সপ্তাহ বেড়ে আপাতত ৩০ এপ্রিল পর্যন্ত বর্ধিত হয়েছে। কেমন আছে কলকাতা এই লকডাউনে। দেখুন রাজীব বসুর ক্যামেরায়।

রবিবার ছিল নীলপুজোর দিন। শিবের মাথায় জল ঢালার দিন। আর পরশু মঙ্গলবার পয়লা বৈশাখ, বাঙালিদের নববর্ষ। হালখাতার পুজো। কিন্তু করোনাজনিত পরিস্থিতিতে সব কিছু বন্ধ। তারই নোটিশ লটকে দেওয়া হচ্ছে বাগুইআটির একটি মন্দিরে।

নববর্ষ আসছে। তবুও নির্জন, নিস্তব্ধ কালীঘাটের মন্দির।

কিন্তু মন্দিরে পুজো বন্ধ থাকলেও বাড়িতে বা দোকানে পুজো তো চলবে। তাই কুমোরটুলিতে শিল্পী ব্যস্ত তাঁর কাজে।

এ দিকে করোনাভাইরাস (coronavirus) নিয়ে সচেতনতার প্রচারও চলছে। তারই অঙ্গ হিসাবে পথচিত্র।

লকডাউনে শহরের অতি পরিচিত চিত্র – শুনশান গড়িয়াহাট মোড়।

নিরাপদ শারীরিক দূরত্ব রাখছেন পথবাসীরাও।

স্কুল-কলেজ-অফিস-কাছারি বন্ধ, সকলের ঘরে বসে কাজ। কিন্তু যাঁরা অত্যাবশ্যকীয় কাজে রয়েছেন, তাঁদের জন্য কী ব্যবস্থা? ব্যস্ত পুলিশকর্মীদের জন্য মোবাইল ক্যান্টিন।

এ দিকে রাজ্য প্রশাসনের প্রাণকেন্দ্র নবান্ন জীবাণুমুক্ত করার চেষ্টা।
আরও দেখুন: লকডাউনে বাণিজ্য-রাজধানী: বিরল দৃশ্য
-
রাজ্য3 days ago
ব্রিগেড সমাবেশ: দরকারে ‘শান্তিনিকেতন’ বাড়ি নিলাম করে প্রতারিত মানুষের টাকা ফেরত, হুঁশিয়ারি মহম্মদ সেলিমের
-
রাজ্য3 days ago
পশ্চিমবঙ্গে ফিরতে পারে তৃণমূল সরকার, কী বলছে সমীক্ষা
-
ফুটবল3 days ago
পাঁচ গোল করেও ওড়িশার কাছে ছয় গোলের মালা পরল ইস্টবেঙ্গল
-
বিনোদন1 day ago
বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী, ভোটে কি দাঁড়াবেন?