bhaifota festival
পথবাসী শিশুদের নিয়ে ভাইফোঁটা। ছবি: রাজীব বসু।

ওয়েবডেস্ক: উৎসবের মরশুমের শেষ দিকে এল ভ্রাতৃদ্বিতীয়া। মঙ্গলবার বাঙালির ঘরে ঘরে পালিত হল ভাইফোঁটা। ভাইয়ের সুখ-সমৃদ্ধি-সুস্বাস্থ্য কামনা করে বোনেরা তাঁদের কপালে ফোঁটা লাগালেন। চিরাচরিত প্রথার পাশাপাশি অন্য রকম ভাইফোঁটা উৎসবও পালিত হল।

ছবি: রাজীব বসু।

সোমবার থেকেই শহরের মিষ্টির দোকানগুলিতে ভিড় উপচে পড়ে। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি।

ছবি: রাজীব বসু।

সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রেটিদের ঘরেও পালিত হল ভাইফোঁটা। দাদা প্রসেনজিৎকে ফোঁটা দিতে তাঁর বাড়ি যান বোন পল্লবী।  

ছবি: রাজীব বসু।

কোথাও কোথাও অন্যরকম ভাইফোঁটা উৎসব পালিত হল। কোথাও পথবাসী শিশুদের ফোঁটা পরানো হল, তো কোথাও আবার ট্র্যাফিক পুলিশকে ফোঁটা দেওয়া হল।

নিজস্ব চিত্র।

কেউ কেউ আবার বোনকে ফোঁটা দিয়ে পুরুষতান্ত্রিক সমাজের একপেশে নিয়মের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হলেন।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন