darjeeling snowfall hailstorm

দার্জিলিং: ২০০৮-এর ভ্যালেন্টাইন্স ডে-এর দিন শেষ বার বরফ পড়েছিল দার্জিলিং শহরে। তার পর ঘুম, জলাপাহাড়, টাইগার হিলে বরফ পড়লেও দার্জিলিং শহরের বরফ ভাগ্য প্রসন্ন ছিল না। অবশেষে আবার তুষারে সাদা হল দার্জিলিং শহর। দশ বছর পর আবার সেই প্রেম দিবসের দিনেই।

বুধবার সন্ধ্যার পর থেকে কয়েক ঘণ্টা ঝড়বৃষ্টি হয় দার্জিলিং-এ। ঝড়ের সঙ্গেই হয়েছিল শিলাবৃষ্টি। প্রত্যক্ষদর্শীদের দাবি, শিলাবৃষ্টির সঙ্গে তুষারপাতও হয়েছে পাহাড়ের রানিতে। একই মত আবহাওয়া বিশেষজ্ঞদেরও। বৃহস্পতিবার সকালেও অনেকক্ষণ এই বরফ গলেনি। বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা জানান, “শিলাবৃষ্টি হলে রাতের মধ্যেই সব গলে যেত। কিন্তু সকালেও যখন সব কিছু সাদা হয়ে রয়েছে তখন বুঝতে হবে যে কাল দার্জিলিং-এ তুষারপাতই হয়েছে।”

দার্জিলিং-এ তুষারপাত খুব বিরল একটা ঘটনা। আবার কবে তুষারপাত হবে, সেই প্রকৃতিই জানে। তার আগে দেখে নিন তুষারপাতের কিছু ছবি-

বুধবার সন্ধ্যায়, যখন তুষারপাত শুরু হল!

 

তুষারপাত তখন থেমেছে। সব তখন সাদা।
টয়ট্রেনের লাইনের ধারে জমে রয়েছে বরফ। বৃহস্পতিবার সকালে।
রাস্তার ধারে বরফ।
রাস্তায় জমে বরফ!

ছবি সৌজন্য: ফেসবুক এবং টুইটার

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here