ছবির গ্যালারি
দীপাবলিতে সেজে উঠল আমতার শ্রী রামকৃষ্ণ প্রেমবিহার

খবরঅনলাইন ডেস্ক: হাওড়ার আমতার কাছে খড়িয়পে অবস্থিত শ্রী রামকৃষ্ণ প্রেমবিহার। এই মঠে এখন কর্মযজ্ঞ চলছে। বিশাল মন্দির তৈরি হচ্ছে। মালদা, মুর্শিদাবাদের শ্রমিকদের হাতে সেই মন্দির সেজে উঠছে। তার কাজ এখন প্রায় শেষের পথে।

দীপাবলির দিন মঠের সেই নবনির্মিত মন্দিরই নতুন রূপে সেজে উঠল। বিভিন্ন দিকে মোমবাতির আলোয় তৈরি হল এক মায়াবী পরিবেশ।

১৯৯৫ সালে স্বামী সম্বুদ্ধানন্দের হাত ধরে পথ চলা শুরু করে এই মঠ। হাওড়ার আমতার কাছে খড়িয়প গ্রামে এই মঠের অবস্থান। এর চার বছর পর, অর্থাৎ ১৯৯৯ সালে এখানে দুর্গাপুজো শুরু। ২০০০ সালে কলকাতার চিড়িয়া মোড়ের কাছে রেডিও গলিতে এই মঠের প্রধান কার্যালয় স্থানান্তরিত হয়।

এখন অনেক সামাজিক কাজকর্মে ব্রতী হয়েছে এই মঠ। মঠের পক্ষ থেকে চালানো হয় একটি প্রাথমিক স্কুল, দাতব্য চিকিৎসালয়। চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। দারিদ্রসীমার নীচে থাকা বেকার যুবক ও ছাত্রদের বাগান পরিচর্যা, পশুপালন, মাছচাষ ও নানা কুটির শিল্পের প্রশিক্ষণ দেওয়া হয়।

দেওয়া হয় কুটির শিল্পের নানান উপকরণও। পুরুষ, নারীদের জন্য স্বনির্ভর গোষ্ঠী খোলা হয়েছে। অঙ্কন, সেলাই ও কাটিং শেখানো হয়। প্রতি বছরই বেশ কিছু অনাথ শিশুর লেখাপড়া-থাকা সহ সার্বিক দায়িত্বও নেয় মঠ।

মন্দির পুরোপুরি তৈরি হয়ে গেলে এটা যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অন্যতম দর্শনীয় স্থান হতে চলেছে, তা বলাই বাহুল্য।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
পুলিশি নজরে মোটামুটি বাজিহীন মহানগর কলকাতা আলোর ছটায় উদ্ভাসিত
ছবির গ্যালারি
পয়লা বৈশাখে মহানগরী: রাজীব বসুর ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: এক বিরল পয়লা বৈশাখ দেখল মহানগরী কলকাতা। করোনাভাইরাসের জেরে লকডাউন। আর সেই লকডাউনের জেরে সব কাজ স্তব্ধ। তার ব্যত্যয় ঘটেনি বাঙালির অত্যন্ত প্রাণের উৎসব পয়লা বৈশাখ। মন্দিরে পুজো-আচ্চা হল না। দোকানে হালখাতা হল না। গানবাজনার আসরও বসল না কোথাও। কলকাতা কেমন কাটাল পয়লা বৈশাখ? দেখুন রাজীব বসুর ক্যামেরায়।

কালীঘাট মন্দিরও জনবিরল।

যে সোনার দোকান জমজমাট থাকে পয়লা বৈশাখে, সেই সোনার দোকানের ঝাঁপ বন্ধ। মঙ্গলবার বউবাজার এলাকা।

ট্রেনের চাকা চলছে না। চিৎপুর ইয়ার্ডে তাদের বিশ্রাম।

তবে বাঙালির ঘরে একটু আধটু পুজো তো হয়েছে, কিংবা পয়লা বৈশাখে সামান্য মিষ্টিমুখ। শারীরিক দূরত্ব রেখে মিষ্টির দোকানে লাইন।

যৌনকর্মীদের শিশুদের এ দিন দুধ খাওয়ালেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।
আরও পড়ুন: মহারাষ্ট্রের পর গুজরাত, লকডাউনের মেয়াদ বাড়তেই পথে নেমে পড়লেন পরিযায়ী শ্রমিকেরা
ছবির গ্যালারি
লকডাউনে রবিবারের কলকাতা: রাজীব বসুর ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: লকডাউনের মেয়াদ আরও দু’ সপ্তাহ বেড়ে আপাতত ৩০ এপ্রিল পর্যন্ত বর্ধিত হয়েছে। কেমন আছে কলকাতা এই লকডাউনে। দেখুন রাজীব বসুর ক্যামেরায়।

রবিবার ছিল নীলপুজোর দিন। শিবের মাথায় জল ঢালার দিন। আর পরশু মঙ্গলবার পয়লা বৈশাখ, বাঙালিদের নববর্ষ। হালখাতার পুজো। কিন্তু করোনাজনিত পরিস্থিতিতে সব কিছু বন্ধ। তারই নোটিশ লটকে দেওয়া হচ্ছে বাগুইআটির একটি মন্দিরে।

নববর্ষ আসছে। তবুও নির্জন, নিস্তব্ধ কালীঘাটের মন্দির।

কিন্তু মন্দিরে পুজো বন্ধ থাকলেও বাড়িতে বা দোকানে পুজো তো চলবে। তাই কুমোরটুলিতে শিল্পী ব্যস্ত তাঁর কাজে।

এ দিকে করোনাভাইরাস (coronavirus) নিয়ে সচেতনতার প্রচারও চলছে। তারই অঙ্গ হিসাবে পথচিত্র।

লকডাউনে শহরের অতি পরিচিত চিত্র – শুনশান গড়িয়াহাট মোড়।

নিরাপদ শারীরিক দূরত্ব রাখছেন পথবাসীরাও।

স্কুল-কলেজ-অফিস-কাছারি বন্ধ, সকলের ঘরে বসে কাজ। কিন্তু যাঁরা অত্যাবশ্যকীয় কাজে রয়েছেন, তাঁদের জন্য কী ব্যবস্থা? ব্যস্ত পুলিশকর্মীদের জন্য মোবাইল ক্যান্টিন।

এ দিকে রাজ্য প্রশাসনের প্রাণকেন্দ্র নবান্ন জীবাণুমুক্ত করার চেষ্টা।
আরও দেখুন: লকডাউনে বাণিজ্য-রাজধানী: বিরল দৃশ্য
ছবির গ্যালারি
লকডাউনে বাণিজ্য-রাজধানী: বিরল দৃশ্য

খবর অনলাইন ডেস্ক: বুধবার থেকে সারা দেশে ২১ দিনের লকডাউন শুরু হয়েছে। দেশের বাণিজ্য-রাজধানী মুম্বই অবশ্য আগে থেকেই কার্যত লকডাউনে চলে গিয়েছে, যে হেতু করোনা-আক্রান্তের সংখ্যায় প্রথম দু’টো রাজ্যের মধ্যে মহারাষ্ট্র অন্যতম। আর মহারাষ্ট্রে যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের অধিকাংশই মুম্বইয়ের। তাই মুম্বই স্বাভাবিক ভাবে অনেক বেশি সতর্ক। যে মুম্বই ২৪ ঘণ্টা কর্মচঞ্চল থাকে, সেই নগরী এখন কার্যত নিস্পন্দ। এই অচেনা মুম্বইয়ের ছবি তুলেছেন পার্থ গুহ।

মেরিন ড্রাইভের এ চেহারা কে কবে দেখেছে?

তাজ হোটেল চত্বর।

শুনশান গিরগাঁও চৌপট্টি।

যানহীন এশিয়াটিক সোসাইটি চত্বর।

নিশ্চল হয়ে রয়েছে মৎস্যজীবীদের মাছ ধরার নৌকাগুলো।

পুরোপুরি বন্ধ, মুম্বই ফোর্ট এরিয়া রোড।

রাস্তার ধারে এখানেই রোজ বসে মাছের বাজার।

আজাদ ময়দান। (বাঁ দিকে) দেখা যাচ্ছে মুম্বই হাইকোর্ট।

মন্ত্রালয়ের সামনে এ দৃশ্য কখনও দেখা যায়?

কাজকর্ম স্তব্ধ। ডকইয়ার্ড রোড।

নির্জন ফ্লোরা ফাউনটেন।
-
ক্রিকেট1 day ago
IPL 2021: কাজে এল না সঞ্জু স্যামসনের মহাকাব্যিক শতরান, পঞ্জাবের কাছে হারল রাজস্থান
-
প্রবন্ধ2 days ago
First Man In Space: ইউরি গাগারিনের মহাকাশ বিজয়ের ৬০ বছর আজ, জেনে নিন কিছু আকর্ষণীয় তথ্য
-
দেশ2 days ago
Kumbh Mela 2021: করোনাবিধিকে শিকেয় তুলে এক লক্ষ মানুষের সমাগম, আজ কুম্ভের প্রথম শাহি স্নান হরিদ্বারে
-
ক্রিকেট2 days ago
IPL 2021: সাড়ে ৭টায় খেলা শুরু হওয়া নিয়ে তীব্র অসন্তুষ্ট মহেন্দ্র সিংহ ধোনি