ওয়েবডেস্ক: যা দেখা যাচ্ছে, নিজেরই ছবির গল্প বাস্তব হয়ে ফিরে এসেছে শাহরুখ খানের জীবনে। তবে এই গল্পে তিনি আর নায়কের চরিত্রে নেই, রয়েছেন অন্য কেউ! নায়িকা যখন তাঁর মেয়ে সুহানা খান, তখন তিনি রয়েছেন নায়িকার বাবার চরিত্রেই!
আমরা আসলে মনে করিয়ে দিতে চাইছি ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ ছবিটার কথা! মনে আছে, সেই ছবিতে এক অষ্টাদশী প্রতিশ্রুতি দিয়েছিল বাবাকে- বন্ধুদের সঙ্গে ইউরোপ ভ্রমণ সাঙ্গ করেই সে মন দেবে নিজের কর্তব্যে?
সেই সিমরনের মতো সুহানাও এ বার বেরিয়ে পড়েছেন ইউরোপ ভ্রমণে। বলিউড বলাবলি করছে, এই ট্যুর শেষ হলেই না কি গৌরী খান মেয়েকে এক লহমাও চোখের আড়াল করবেন না। গ্রুমিং শেষ করে, বলিউডের নায়িকা হিসাবে প্রতিষ্ঠিত করে তবে স্বস্তির শ্বাস ফেলবেন!
তা, হবে বোধ হয়! কিন্তু প্রশ্ন হল- সিমরনের মতো এই সুহানা সফরে শাহরুখের অষ্টাদশী কন্যাটিও কি প্রেমে পড়ল?
বলিউড কিন্তু সে রকমই দাবি করছে! চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে একটা গুরুতর দিক! যাকে হালকা ভাবে নেওয়ার কোনো কারণই নেই! এই যে ইউরোপ ভ্রমণের একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, সেখানে সুহানার পাশে সব সময়েই দেখা যাচ্ছে বিশেষ একটি পুরুষকে। খেয়াল করলে দেখা যাবে, সব সময়েই তাঁকে ছুঁয়ে রয়েছেন সুহানা।
ভালোবাসা কি তা হলে ছুঁয়েই দিয়েছে এই দুজনকে?