লকডাউনে রবিবারের কলকাতা: রাজীব বসুর ক্যামেরায়

0
awareness campaign
সচেতনতার প্রচার।

খবর অনলাইন ডেস্ক: লকডাউনের মেয়াদ আরও দু’ সপ্তাহ বেড়ে আপাতত ৩০ এপ্রিল পর্যন্ত বর্ধিত হয়েছে। কেমন আছে কলকাতা এই লকডাউনে। দেখুন রাজীব বসুর ক্যামেরায়।

kolkata in corona 2 12.04

রবিবার ছিল নীলপুজোর দিন। শিবের মাথায় জল ঢালার দিন। আর পরশু মঙ্গলবার পয়লা বৈশাখ, বাঙালিদের নববর্ষ। হালখাতার পুজো। কিন্তু করোনাজনিত পরিস্থিতিতে সব কিছু বন্ধ। তারই নোটিশ লটকে দেওয়া হচ্ছে বাগুইআটির একটি মন্দিরে।

kolkata in corona 6 12.04

নববর্ষ আসছে। তবুও নির্জন, নিস্তব্ধ কালীঘাটের মন্দির।

kolokata in corona 3 12.04

কিন্তু মন্দিরে পুজো বন্ধ থাকলেও বাড়িতে বা দোকানে পুজো তো চলবে। তাই কুমোরটুলিতে শিল্পী ব্যস্ত তাঁর কাজে।

kolkata in corona 5 12.04

এ দিকে করোনাভাইরাস (coronavirus) নিয়ে সচেতনতার প্রচারও চলছে। তারই অঙ্গ হিসাবে পথচিত্র।

kolkata in corona 4 12.04

লকডাউনে শহরের অতি পরিচিত চিত্র – শুনশান গড়িয়াহাট মোড়।

kolokata in corona 1 12.04

নিরাপদ শারীরিক দূরত্ব রাখছেন পথবাসীরাও।

kolkata in corona 7 12.04

স্কুল-কলেজ-অফিস-কাছারি বন্ধ, সকলের ঘরে বসে কাজ। কিন্তু যাঁরা অত্যাবশ্যকীয় কাজে রয়েছেন, তাঁদের জন্য কী ব্যবস্থা? ব্যস্ত পুলিশকর্মীদের জন্য মোবাইল ক্যান্টিন।

kolkata in corona 3 12.04

এ দিকে রাজ্য প্রশাসনের প্রাণকেন্দ্র নবান্ন জীবাণুমুক্ত করার চেষ্টা।

আরও দেখুন: লকডাউনে বাণিজ্য-রাজধানী: বিরল দৃশ্য

বিজ্ঞাপন