রুস্তমের সাফল্যে রবিবার রাতে বাড়িতে ‘গালা’ পার্টি দিয়েছিলেন তাঁর অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না। পার্টিতে অতিথির লিস্টও ছিল চোখে পড়ার মতো। কে ছিলেন না— আলিয়া ভাট, সোনম কাপুর, সোনাক্ষী সিনহা, রণবীর কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজ, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, করণ জোহর এবং অবশ্যই টুইঙ্কেলের মা ডিম্পল কাপাডিয়া।
টুইঙ্কেলের এই পার্টিতে হলিউডি টুইস্ট আনলেন উইল স্মিথ। সদ্য ভারতে এসেছেন তিনি। অক্ষয়ের ভাল বন্ধুও বটে। তিনিই বা বাদ যান কেন।
Guess who came over for dinner last night?Now I have to stop saying that I have no Willpower:) #freshprinceofbelair pic.twitter.com/hQWR3aaQGA
— Twinkle Khanna (@mrsfunnybones) August 29, 2016
পার্টিতে সোনাক্ষী ও টুইঙ্কিলের সঙ্গে ফিরিনি হাতে ‘রুস্তম’ নায়ক
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।