bipasha basu and karan singh grover

ওয়েবডেস্ক: চুমু, সে তো আনন্দের বহির্প্রকাশ! ফলে, ওটা যে শুধু জন্মদিনেই সীমাবদ্ধ থাকবে, তা তো আর নয়! যদিও ইউজাররা বলবেন, জন্মদিন এলেই বিপাশা বসুর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বর করণ সিং গ্রোভারকে চুমু খাওয়ার ছবি একটা থাকেই, ঠিক যেমন উদযাপনে কেক আর বিরিয়ানিটাও নায়িকার থেকে শব্দ ধার করে বলা যায় ‘রিচুয়াল’!

আরও পড়ুন: বরের সঙ্গে খুনসুটি থেকে বিরিয়ানি রান্না, দেখুন বিপাশা বসুর জন্মদিনের বিশেষ ভিডিও

ফলে, ৪০-এ পা দেওয়ার সঙ্গে সঙ্গে বিপাশা কেমন জন্মদিনের হুল্লোড়ে মেতেছেন, তা এক এক করে দেখে নিন নায়িকার শেয়ার করা ভিডিও থেকে! বলিউড কিন্তু বেশি মনোযোগ দিচ্ছে দাম্পত্যের উদযাপনেই! বলছে, এই যে ঠোঁটে ঠোঁটে ব্যারিকেড গড়ে তুলেছেন বিপাশা আর করণ, তা কিন্তু শুধুই বিশেষ বিশেষ মুহূর্তে সীমাবদ্ধ নয়!

 

View this post on Instagram

 

Us ❤️ #monkeylove

A post shared by karan singh grover (@iamksgofficial) on

সত্যি বলতে কী, বিশেষ মুহূর্তে শুধু টানটা বাড়ে পরস্পরের প্রতি, এই যা! বিয়ের এত বছর পরেও ৩৬৫ দিনের প্রত্যেকটিতেই দাম্পত্য সুখে উপচে ওঠে তাঁদের মুহূর্ত! নিজেই তো দেখছেন ছবিগুলো, এ নিয়ে আর বেশি কথা খরচের প্রয়োজন আছে কি?

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here