ওয়েবডেস্ক: সেই বহু ব্যবহারে জীর্ণ পংক্তিটা আউড়ে আর সুপর্ণাকে বিরক্ত করার দরকার নেই! গরম পোশাকের তলা দিয়ে হাড় পর্যন্ত কাঁপিয়ে জানান দিচ্ছে শীত- সে এসে গিয়েছে! ভোরের বাতাস তাই হিমের শুদ্ধতায় ধোয়া, সূর্যের আলোকে দুয়ো দিয়ে উতরোল উত্তর বায়ে উতলা হয়েছে তটিনী।
কিন্তু, শীত যত-ই জাঁকিয়ে নামুক না কেন শহরের বুকে, তাকে অপাংক্তেয় করে রেখে দিচ্ছে না কেউই! শীতপোশাকের অনুষঙ্গেই জমিয়ে চলছে হিমঋতুর উদযাপন। রাতের আঁধারে ভানু যখন মুখ লুকিয়ে ফেলছে, তখন জানু আর কৃশানুই হয়ে উঠছে পরিত্রাতা।
শুধু মানুষ-ই নয়, শীতের আবিলতায় নিজেদের মাতিয়ে তুলেছে জীব-জীবনও! রাজীব বসুর ক্যামেরায় রইল তারই ইঙ্গিত!