কলকাতা: পম্পা সেনশর্মার কিশোর কবিতা সংকলন ‘রং তুলি ক্যানভাস’-এর মোড়ক উন্মোচন হল মঙ্গলবার। ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন ক্লাব সভাপতি প্রান্তিক সেন, সহ-সভাপতি নরেশ মণ্ডল ও প্রাক্তন সহ-সভাপতি শাকিলা খাতুন।
পঞ্চাশের বেশি কবিতা ও ছড়া রয়েছে এই সংকলনে। মূলত কিশোরমনের ভাবনা প্রকাশ পেয়েছে তাঁর লেখা এই কবিতাগুলোয়। এর আগে পম্পা সেনশর্মার লেখা কবিতা সংকলন ‘মুঠো’ ও গল্পের বই ‘মন তুই’ প্রকাশিত হয়েছে। এ ছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় পম্পা দেবীর লেখা গল্প ও কবিতা নিয়মিত প্রকাশিত হয়।
পেশায় শিক্ষিকা পম্পা দেবী ছোটোবেলা থেকেই সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠেছেন। স্কুল ও কলেজজীবনে নিয়মিত আবৃত্তি প্রতিযোগিতায় যোগ দিতেন। ২০১৯-এ পম্পা দেবীর আবৃত্তির একটি সিডি প্রকাশিত হয়। সিডি-র শিরোনাম ‘কবিগুরুর সৃষ্টিতেই কবি প্রণাম’। ওই সিডিতে রয়েছে পম্পা দেবীর কণ্ঠে কবিগুরুর বেশ কিছু কবিতার আবৃত্তি।
এদিনের বইপ্রকাশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক ও সাংবাদিক পঙ্কজ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের কর্মসমিতির সদস্য পঞ্চানন ঘোষাল, অজন্তা চৌধুরী, দীপা চন্দ ও আশিস ব্যানার্জি।