কলকাতা: ভারতীয় সংগ্রহালয়ে আজ, মঙ্গলবার লোকমাতা রানি রাসমণির ২৩২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতির আবরণ উন্মোচন করা হল। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সংগ্রহালযের উপ-নির্দেশক সায়ন ভট্টাচার্য, দক্ষিণেশ্বর কালীমন্দিরের অছি কুশল চৌধুরী এবং রানি রাসমণির বংশধর ইন্দ্রাণী সরকার।
অনুষ্ঠানটি উপলক্ষ্যে বক্তারা রানি রাসমণির সমাজসেবা ও ধর্মীয় কর্মকাণ্ডের প্রতি তাঁর অঙ্গীকারের কথা উল্লেখ করেন। বাংলার সাংস্কৃতিক ও সামাজিক পরিমণ্ডলে এক উজ্জ্বল প্রতিভা হয়ে ওঠার কাহিনিও উঠে এল এদিনের অনুষ্ঠানে। বিশেষ করে দক্ষিণেশ্বর কালীমন্দির প্রতিষ্ঠা ও গঙ্গার ঘাট নির্মাণের ক্ষেত্রে তাঁর অবদান আজও স্মরণীয়।
রানি রাসমণির বংশধর ইন্দ্রাণী সরকারও তাঁর বক্তব্যে রানির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলের পক্ষ থেকে তাঁর প্রতিকৃতির সামনে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়।
উদ্যোক্তাদের মতে, এই আয়োজনের মাধ্যমে রানি রাসমণির ঐতিহ্য ও তাঁর কাজের প্রতি নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা তৈরি করা সম্ভব হবে।
ছবি: রাজীব বসু