কলকাতা: বিজয় দিবস উপলক্ষে কলকাতার ঐতিহাসিক ময়দানে মিলিটারি ট্যাটুর অনুশীলন শুরু হয়েছে। ভারতীয় সেনার পরিচালনায় এই মহড়ায় অংশ নিয়েছে সেনাবাহিনীর বিভিন্ন শাখা। ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধে ভারতের বিজয়ের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই দিনটি উদযাপিত হয়।
এই বছরের অনুষ্ঠানকে আরও বিশেষভাবে তুলে ধরার জন্য মিলিটারি ট্যাটু এবং সাংস্কৃতিক প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। মহড়ার সময় সেনাবাহিনীর ব্যান্ড পারফরম্যান্স, কসরত এবং যুদ্ধ কৌশল প্রদর্শন করা হয়। পাশাপাশি থাকবে মুক্তিযুদ্ধের বীরগাথা স্মরণে বিশেষ প্রদর্শনী।
ময়দানে অনুষ্ঠিত এই অনুশীলনে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ এখানে উপস্থিত হয়ে সেনাবাহিনীর দক্ষতা ও দেশের প্রতি তাঁদের অবদান দেখার সুযোগ পাচ্ছেন।
বিজয় দিবসের মূল অনুষ্ঠান ১৬ ডিসেম্বর পালিত হবে। সেই উপলক্ষে ময়দানে বিশেষ কুচকাওয়াজ ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথাও রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ছবি: রাজীব বসু