খবর অনলাইন ডেস্ক: সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত ১৯তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবে নিউ আলিপুর কলেজ এবং বেহালা কলেজের যে সব ছাত্রছাত্রী গ্যালারি তৈরি করা থেকে শুরু করে গাইড হিসাবে কাজ করেছেন তাঁদের পুরস্কৃত করা হল আয়োজকদের তরফ থেকে।
পড়ুয়াদের পুরস্কৃত করার পাশাপাশি শংসাপত্রও দেওয়া হয়। মঙ্গলবার নিউ আলিপুর কলেজে এবং বুধবার বেহালা কলেজে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার এবং শংসাপত্র তুলে দেওয়া হয়। নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ ড. জয়দীপ ষড়ঙ্গী এবং বেহালা কলেজের অধ্যক্ষা ড. শর্মিলা মিত্র নিজ নিজ কলেজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউ আলিপুর কলেজের অনুষ্ঠান।
গত ৯ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বড়িশার সাবর্ণ সংগ্রহশালায় চলেছিল ইতিহাস উৎসব। এই ইতিহাস উৎসবে সহযোগী ছিল নিউ আলিপুর কলেজ এবং নলেজ পার্টনার ছিল বেহালা কলেজ। ওই উৎসবে দুটি কলেজের ৩০ জন ছাত্রছাত্রী যোগ দেন বলে জানান পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষি রায় চৌধুরী।
দেবর্ষি রায় চৌধুরী জানান, ওই ৩০ জন পড়ুয়াকে ইতিহাস উৎসবের দু’ মাস আগে থেকে প্রশিক্ষণ দেওয়া হয়। কী ভাবে যোগাযোগ-দক্ষতা অর্জন করতে হয়, কী ভাবে দর্শকদের সঙ্গে আচরণ করতে হয়, সে বিষয়ে এবং ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়।
এ বারের ইতিহাস উৎসবে থিম কান্ট্রি ছিল জার্মানি। তাই তিনজন বিখ্যাত জার্মান ব্যক্তিত্বের নামাঙ্কিত পুরস্কার ইয়োহানেস গুটেনবার্গ সম্মান, লুডভিগ ফান বেঠোফেন সম্মান এবং আলবার্ট আইনস্টাইন সম্মান তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের হাতে।