শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার আশ্রমের আমতা শাখায় শ্রীশ্রীসারদা-সরস্বতী পূজা

0

নিজস্ব প্রতিনিধি: বসন্ত পঞ্চমী তিথিতে শ্রীশ্রীমা সারদাকে সরস্বতী রূপে আরাধনা করা হল শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার আশ্রমের আমতা শাখায়। এই উপলক্ষ্যে ভক্তদের ঢল নামে আশ্রমপ্রাঙ্গণে।

কলকাতা থেকে তো বটেই, আমতা-খড়িয়প সহ আশেপাশের গ্রাম থেকে প্রচুর দর্শনার্থী এ দিন আশ্রমপ্রাঙ্গণে জড়ো হন। তাঁরা পূজা দর্শন করেন, পুষ্পাঞ্জলি দেন এবং প্রসাদ গ্রহণ করেন।

সেই শ্রীশ্রীসারদা-সরস্বতী পূজার কিছু মুহূর্তের ছবি।

ছবি: সোমক রায়

আরও পড়ুন:

কিংবদন্তি শিল্পী কানাই দাস বাউলের অসুস্থতায় পাশে দাঁড়াল সহজিয়া ফাউন্ডেশন ও বাউল-ভক্তরা

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন