চাঁদের মাটি ছুঁয়েছে ভারত। চন্দ্রযান-৩ এর রোভার চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। চন্দ্রযান-৩-এর সাফল্যের পর এ বার নয়া চন্দ্রাভিযানের পরিকল্পনা করেছে ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর বিজ্ঞানীদের লক্ষ্য হল ২০৩০ সালে চন্দ্রযান-৪ অভিযান করা। তবে এই চন্দ্রাভিযান চন্দ্রযান-৩-এর চেয়ে আলাদা। চন্দ্রযান-৩ দক্ষিণ মেরুর ৬৯.৩ ডিগ্রিতে অবতরণ করেছিল। ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে চাঁদের মাটিতে রোভার প্রজ্ঞানের চাকা গড়িয়েছিল।
চন্দ্রযান-৪-এ ইসরোর বিজ্ঞানীদের একেবারে নির্দিষ্ট করা স্থানে মানে চাঁদের দক্ষিণ মেরুর একদম ৯০ ডিগ্রি বিন্দুতে অবতরণ করবে ভারতের ল্যান্ডার। অবতরণের পর রোভারের গড়িয়ে বেরিয়ে পড়া বা রোভারের পাঠানো তথ্য পাওয়াই শেষ নয়। চন্দ্রযান-৪-এ ভারত চাঁদ থেকে মাটি ও পাথর সংগ্রহ করে দেশে ফিরেও আসবে। সেই নমুনা হাতে পাওয়ার পর তা পরীক্ষার সুযোগ পাবেন ভারতীয় বিজ্ঞানীরা।
চন্দ্রযান-৩-এর রোভার প্রজ্ঞানের চেয়ে ১২ গুণ বেশি হবে চন্দ্রযান-৪-এর রোভারের ওজন। ৩৫০ কেজি হবে তার ওজন। এই অভিযানে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা-র সঙ্গে হাত মিলিয়েছে ইসরো।