হোয়াটস অ্যাপে যা আছে, তা এবার আসছে ফেসবুকের মেসেঞ্জার অ্যাপেও। তবে সব কথোপকথনের জন্য নয়। এটা ঐচ্ছিক বা অপশনাল। কোনও দুজন ব্যক্তি যদি চান, তাদের কথাবার্তা গোপন থাক, তবেই তারা ব্যবহার করবেন এটি। হ্যাকার তো দূরঅস্ত ফেসবুক নিজেও সেই বাক্যালাপের হদিশ পাবে না। ব্যবহারকারীরা সময় নির্দিষ্ট করে দিলে সেই সময় পেরোলেই ডিলিট হয়ে যাবে আদান-প্রদান হওয়া সব কথা।
সিক্রেট কনভারসেশন অ্যাপ ডাউন লোড করার জন্য, প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে ফেসবুক ম্যাসেঞ্জার টাইপ করতে হবে। এর পর বেটা টেস্টিং পদ্ধতিতে সম্মতি জানাতে হবে ব্যবহারকারীকে। তখন মোবাইলের ম্যাসেঞ্জার অ্যাপ আপডেটেড হয়ে সিক্রেট কনভারসেশন অ্যাপটি ডাউন লোড হয়ে যাবে। এই অ্যাপ ব্যবহার করার আগে একটি ‘কি-ওয়ার্ড’ আসবে যেটি দু’জন ব্যবহারকারীর জন্য । একটিই ‘কি-ওয়ার্ড’ থাকবে দুজনের জন্য। সেটি ব্যবহার করে সিক্রেট কনভারসেশন অ্যাপ-এর সাহায্যে অতি নিরাপদে বাক্যালাপ করতে পারবেন দুই বন্ধু।
এই অ্যাপ কেবল মাত্র অ্যান্ড্রয়েড বা আইওএস প্রযুক্তির মোবাইল ফোনেই মিলবে। ফেসবুক চ্যাট বা ডেক্সটপের ফেসবুক ম্যাসেঞ্জারে এই সুযোগ পাওয়া যাবে না।
তবে এই অ্যাপ অপরাধীরা ব্যবহার করবে বলে চিন্তিত বহু দেশের পুলিস-প্রশাসন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।