Blackview S8

ওয়েবডেস্ক : চিনা স্মার্টফোন নির্মাতা সংস্থা বাজারে নিয়ে এল বিশ্বের প্রথম ‘ফুল স্ক্রিন’ স্মার্টফোন। এই ফোনটি একটি বিশেষ বৈশিষ্ট্য হল, এতে আপনি পাবেন চারটি ক্যামেরা। ব্ল্যাকভিউ এস৮ ফোনটির সামনে এবং পিছনে দুটি করে ক্যামেরা রয়েছে।

এই স্মার্টফোনটিতে থাকছে অ্যানড্রয়েড ৭ভার্সান। তবে এ বছরের শেষের দিকে নতুন ভার্সান এলে তা এই ফোনে ইনস্টল করা যাবে।  ইতিমধ্যে ফোনটি কেনার জন্য প্রিবুকিং-এ অনেকেই নাম লিখিয়েছেন। ব্ল্যাকভিউ এস৮-এর বডির নব্বই শতাংশ স্ক্রিন এবং ৮.৫মিলিমিটার পুরু। ফলে ফোনটি দেখতে বেশ আর্কষণীয়।

ফোনটির পিছনে থাকছে ১৩+১৩ মেগাপ্রিক্সেল সেনসার যুক্ত ডুয়েল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরাও ১৩ মেগাপ্রিক্সেল। ফলে সেলফি প্রেমীদের জন্য এই ফোন একেবারে আদর্শ।

দেখে নিন ব্ল্যাকভিউ এস৮-এর ফিচারগুলি সম্পূর্ণ তালিকা

ডিসপ্লে ৫.৭ইঞ্চি, এইচডি+ ৭২০*১৪৪০, ১৮:৯ রেশিও
প্রসেসর অক্টাকোর এমটি৬৭৫০টি
র‍্যাম/রোম ৪জিবি+৬৪জিবি
ক্যামেরা (পিছনে) ১৩.০এমপি+০.৩এমপি, সোনি আইএমএক্স ২৫৮
ক্যামেরা (সামনে) ১৩.০এমপি+০.৩এমপি
ব্যাটারি
বিএকে ৩১৮০এমএএইচ, কুইক চার্জ ২.০
অপারেটিং সিস্টেম অ্যানড্রেয়েড ৭.০   অ্যানড্রয়েড ৮.১ (এ বছরের শেষে দিকে আসবে)
রং ম্যাজিক ব্ল্যাক, সিল্ক গোল্ড, কোরাল ব্লু
বৈশিষ্ট্য ইএসবি টাইপ-সি, ওটিজি, ফিঙ্গারপ্রিন্টস, আরজিবি

ব্ল্যাকভিউ এস৮-এর দাম পড়বে ১৪৯.৯৯ ডলার, ভারতীয় টাকায় ৯৭৩৬.৯৮ টাকার মতো।

আরও পড়ুন : লাইভ লোকেশন ট্র্যাকিং-এর পর এবার নতুন কী সুবিধা দিতে চলেছে হোটাসঅ্যাপ 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here