সদ্য ব্রেকআপ হয়েছে ? আপনার এক্স ফোন করে জ্বালিয়ে মারছে ? পাওনাদারের ফোন ? আপনি এড়িয়ে যেতে চাইছেন। নাকি খুব ব্যস্ততার মধ্যে গুরুত্বপূর্ণ ফোন ছাড়া কথা বলতে চাইছেন না ? ভাবছেন ফোনটা ধরবেন কিনা ? ডাউনলোড করে নিন গুগলের নতুন ভিডিও কলিং অ্যাপ ‘ডুও’। এই অ্যাপ আপনাকে চট করে জানিয়ে দেবে কে ফোন করছে আর আপনিও দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেবেন, ফোনটা ধরবেন কি না। এই অভিনব ফিচারের নাম ‘নক নক’। মঙ্গলবারই বাজারে এই অ্যাপ নিয়ে এল গুগল। অ্যান্ড্রয়েড ও অ্যাপল-আইফোনে নিখরচায় ডাউনলোড করা যাবে এই অ্যাপ।
সুবিধা রয়েছে আরও। এত দিন কাউকে কোন অ্যাপের সাহায্যে ভিডিও কল করতে গেলে দেখতে হত যে তার সেই অ্যাপে অ্যাকাউন্ট আছে কিনা। তা না থাকলে সব চেষ্টাতেই জল। এখন এই ঝক্কি আর পোহাতে হবে না। ‘ডুও’-র সাহায্যে ফোন করলে যে কোনও নম্বরেই ভিডিও কলিং করা যাবে। তার জন্য অ্যাকাউন্ট থাকার দরকার নেই। যোগাযোগ করার জন্য শুধু মাত্র একটা ফোন নম্বরই যথেষ্ট।
‘অ্যাপল-আইফোন’-এর ‘ফেস টাইমে’ এই ফিচারটি ছিল আগে থেকেই। কিন্তু এখন ‘ডুও’র হাত ধরে চলে এল অ্যান্ড্রয়েড ফোনেও।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।