ওয়েবডেস্ক: মোবাইল পরিষেবায় এই মুহূর্তে দেশে শীর্ষ স্থানে রয়েছে ‘রিলায়েন্স জিও’। ২০১৬ সালে ভারতের বাজারে এর আবির্ভাব হয়। তার পর থেকে এক নতুন পরিস্থিতির সম্মুখীন হয়েছে সাধারণ মানুষ। জিওর আবির্ভাবে এই মুহূর্তে দিশেহারা বাকি মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলি। ইতিমধ্যেই এয়ারসেল নিজেদের ব্যবসা বন্ধ করে দিয়েছে।তাদের সাথে টক্কর দিতে ব্যর্থ হওয়ায়।
তারমাঝেই নিজেদের বাজার ফিরে পেতে, ফের দুটি নতুন প্রিপেড প্ল্যান চালু করল আইডিয়া নেটওয়ার্ক। ৯৯৮ এবং ১২৯৮ টাকার প্ল্যান আনল তারা, সঙ্গে সীমাহীন কল এবং লিমিটেড ডেটা ও এসএমএস। তবে এই দুটি প্ল্যানের সঙ্গে বাকিগুলির যোগসূত্র সম্পূর্ণ আলাদা। জানান হয়েছে কর্তৃপক্ষের তরফে।
৯৯৮ প্ল্যানের সময়সীমা ২৮ দিনের, সীমাহীন কল, রোজ ১০০ এসএমএস এবং ৫ জিবি ইন্টারনেট পরিষেবা প্রতিদিন ২জি এবং ৪জি নেটওয়ার্কে। ১২৯৮ প্ল্যানের সময়সীমা অবশ্য কিছুটা বেশি ৩৫ দিনের, সঙ্গে অপরিসীম কল, রোজ ১০০ করে এসএমএস এবং প্রতিদিন ৭ জিবি করে ইন্টারনেট পরিষেবা।
তবে এরমধ্যেও কিছুটা বিধিনিষেধ রেখেছে তারা, সপ্তাহে ১০০ আলাদা নম্বরে কল করা যাবে। প্রতিদিন ২৫০ করে মিনিট এবং সপ্তাহে ১০০০ মিনিট। এর বেশি হলে টাকা কাটা হবে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।