ওয়েবডেস্ক: এবার আইডিয়াও। ৮৪ দিনের নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল আইডিয়া। খরচ ৫০৯ টাকা। মিলবে দেশের যে কোনো প্রান্তে যত খুশি ফোন, রোমিং আউটগোয়িং, রোজ ১০০টি করে এসএমএস এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ- রোজ ১ জিবি করে থ্রিজি ডেটা ব্যবহারের সুযোগ।
এয়ারটেল এবং ভোডাফোনের ঠিক একই ধরনের এবং একই মূল্যের প্ল্যান বাজারে রয়েছে। রোজ ১ জিবি ডেটা, যত খুশি ফোন রোমিং আউটগোয়িং এবং রোজ ১০০টি এসএমএস-এর একটি প্ল্যান জিও-রও রয়েছে। সেটিরও বৈধতা ৮৪ দিন। তবে সেটা খরচ কম। ৪৫৯ টাকা। তবে আইডিয়া ছাড়া সকলেই দৈনিক ১ জিবি করে ডেটা দিচ্ছে ফোরজি স্পিডে। সেখানে আইডিয়া দিচ্ছে থ্রিজি।
এছাড়াও সম্প্রতি আইডিয়া নিয়ে এসেছে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। আগামী ১ বছরে কোনো উপভোক্তা ৩০০ বা তার বেশি টাকার রিচার্জ করলে, পরবর্তী ৭টি রিচার্জে প্রতিবার তিনি ৫১ টাকা করে ছাড় পাবেন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।