বাঙালির বিজ্ঞান অন্বেষণের সাফল্যের মুকুটে নয়া পালক যোগ হল। বাঙালি বিজ্ঞানী লিটন মজুমদারের নেতৃত্বে ওড়িশার ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের একদল গবেষক পৃথিবী থেকে ৪৮৯ আলোকবর্ষ দূরে অবস্থিত এক অভিনব ৩টি নক্ষত্র বিশিষ্ট সৌরমণ্ডলের খোঁজ পেয়েছেন।
গ্রহ, নক্ষত্র তৈরির সময় তাদের গঠন কেমন থাকে সে সম্পর্কে অনেক কিছু জানা যাবে এই আবিষ্কারের মাধ্যমে। সৌরমণ্ডল ৫০ লাখ বছর পুরোনো বলে মনে করেন বিজ্ঞানীরা। ভারতে বসেই চিলির আটাকামা মরুভূমিতে বসানো অত্যাধুনিক অ্যাপেক্স রেডিও টেলিস্কোপের সাহায্যে তাঁরা এটি আবিষ্কার করেছেন।
‘জিজি টাউ এ’ নামক সৌরমণ্ডলের খোঁজ পেয়েছেন ওই বিজ্ঞানীদল। মজার কথা হল, আমাদের সৌরমণ্ডলে যেমন একটি তারা অর্থাৎ সূর্য, ‘জিজি টাউ এ’ সৌরমণ্ডল কিন্তু তিন তারা বিশিষ্ট অর্থাৎ সেখানে ৩টি সূর্য। এই অভিনব সৌরমণ্ডলে সূর্যের মতোই ৩টি নক্ষত্র একে অপরকে ঘিরে ঘুরপাক খাচ্ছে গ্যাস ও ধুলো দিয়ে তৈরি প্রোটোপ্ল্যানেটরি ডিস্ককে ঘিরে।
নক্ষত্রের গ্র্যাভিটির বদলের সঙ্গে বদলে যায় গ্যাস ও ধুলো দিয়ে তৈরি বিশাল রিং। বাঙালি বিজ্ঞানী লিটন মজুমদারের নেতৃত্বে গবেষক দল প্রোটোপ্ল্যানেটরি ডিস্কের মলিকিউলার এমিশনকে চিহ্নিত করতে পেরেছে।