প্রথমেই আসি এয়ারটেলের কথায়
এয়ারটেল দিচ্ছে চার ইঞ্চি স্ক্রিনের একটি স্মার্ট ফোন। যার পেছনে ২ মেগাপিক্সেল এবং সামনে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা আছে। ১ জিবি র্যাম এবং ইন্টারন্যাল মেমোরি ৮ জিবি। এই মেমোরি এসডি কার্ড ব্যবহার করে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া ওয়াইফাই, ব্লু টুথ ইত্যাদি যোগাযোগের সুবিধা তো রয়েছেই। ফোনটি অ্যান্ড্রয়েড চালিত। ব্যাটারি ১৪০০ মিলি অ্যাম্পিয়ার। ডুয়াল সিম। নিতে খরচ হবে ২৮৯৯ টাকা। সঙ্গে একটি এয়ারটেল সিম। যদিও বলা হচ্ছে, গ্রাহকরা ১৫০০ টাকা ফেরত পাবেন। কিন্তু সেই টাকা যতদিন পরে এবং যে পদ্ধতিতে দেওয়া হবে, তাতে সেটা কতজন ফেরত নিতে পারবেন সন্দেহ আছে। যেমন- প্রথম ৫০০ টাকাটি মিলবে ১ বছর পর। বাকি ১০০০ টাকা মিলবে ৩ বছর পর। সেই টাকাও ঢুকবে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তাছাড়া আমরা আমাদের অভিজ্ঞতা থেকে জানি, সেই টাকা হাতে পাওয়া যাবে না। কোনো একটি পণ্য কিনলে বা এয়ারটেলের পরিষেবা কিনবে, তাতে ওই পরিমাণ টাকা ছাড় মিলবে শেষ অবধি। তবে সেটা হলেও ২৮৯৯ টাকায় যে ফোর জি সেটটি পাওয়া যাচ্ছে সেটি ভালই।
২৮ দিন অন্তর গ্রাহককে ১৬৯ টাকা দিয়ে রিচার্জ করতে হবে। তাতে যত খুশি ফোন করা যাবে সারা দেশে। সঙ্গে দৈনিক ৫০০ এমবি ডাটা ব্যবহার করা যাবে। এই পরিমাণ টাকা দিয়ে এক বছর রিচার্ড করলে তবেই ৫০০ টাকা ফেরত পাওয়া যাবে। অথবা প্রথম ১৮ মাসে কম পক্ষে ৩০০০ টাকার রিচার্জ করতে হবে। তাতে ৫০০ টাকা মিলবে। পরবর্তী ১৮ মাসে আরও ৩০০০ টাকার রিচার্জ করতে হবে। তাতে পাওয়া যাবে বাকি ১০০০টাকা।
এবার বিএসএনএল

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।