Homeবিজ্ঞানসুনীতাদের আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র থেকে ফিরিয়ে আনতে বৃহস্পতিবারই নাসার অভিযান

সুনীতাদের আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র থেকে ফিরিয়ে আনতে বৃহস্পতিবারই নাসার অভিযান

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র থেকে ফিরিয়ে আনতে বৃহস্পতিবারই মহাকাশে রওনা দেবে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার ক্রু ৯ মিশন। নাসার কেপ কানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের কমপ্লেক্স ৪০ লঞ্চ প্যাড থেকে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার মহাকাশে পাঠানো হবে স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেট ও ড্রাগন মহাকাশ যান। এতে চেপেই সুনীতাদের আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফেরার কথা।

গত জুন মাসে ৮ দিনের একটা অভিযানে স্টারলাইনার মহাকাশযানে চেপে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে যান দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাঁদের ফিরিয়ে আনতে বৃহস্পতিবার ড্রাগন মহাকাশযানে চেপে যাত্রা করবেন নাসার মহাকাশচারী নিক হগ আর রসকসমসের মহাকাশচারী আলেকজান্দ্র গর্বুনভ। কমান্ডারের দায়িত্ব পালন করবেন নিক। আগামী ফেব্রুয়ারিতে সুনীতা এবং বুচকে নিয়ে ফিরে আসবেন নিক এবং গর্বুনভ।

এদিকে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে আটকে পড়া সুনীতা উইলিয়ামস আপাতত মহাকাশকেন্দ্রের কমান্ডারের দায়িত্ব সামলাচ্ছেন। তাঁদের আট দিনের অভিযানের মেয়াদ বেড়ে আট মাস হয়ে গেছে। আগামী বছর ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফেরার কথা।

নাসা জানিয়েছে, রুশ মহাকাশচারী ওলেগ কোনোনেনকো আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের কমান্ডারের দায়িত্ব সুনীতার হাতে তুলে দিয়েছেন। মহাকাশকেন্দ্রে প্রায় এক বছর কাটালেন কোনোনেনকো। রুশ মহাকাশচারীর এবার পৃথিবীতে ফেরার পালা। তাঁর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র থেকে ফিরবেন নিকোলাই চুব আর ট্রেসি সি ডাইসন।

এরই মধ্যে দু’ দফায় ৪৩১ দিন মহাকাশে কাটিয়ে ফেলেছেন সুনীতা উইলিয়ামস। এ নিয়ে তিনি দ্বিতীয়বার আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রের কমান্ডারের দায়িত্ব সামলাবেন। ১২ বছর আগে তিনি প্রথমবার এই কমান্ডারের দায়িত্ব সামলেছিলেন। কমান্ডার হিসেবে সুনীতা উইলিয়ামসের কাঁধে এখন আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রের সুরক্ষার দায়িত্ব।

সাম্প্রতিকতম

বাংলা বললেই গ্রেফতার? ‘লুকিয়ে কেন্দ্রের নোটিফিকেশন’, রাজপথে ক্ষোভ মমতার

ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিল মুখ্যমন্ত্রী মমতার। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি। ওড়িশা সরকারকে সরাসরি সতর্ক করলেন তৃণমূল নেত্রী।

এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল, হাই কোর্টে খারিজ হল সব আবেদন! রাজ্যের বড় জয় বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এসএসসির নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে করা সব আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নিয়োগের বিষয়ে এসএসসি নিজেই যোগ্যতামান ঠিক করতে পারে। রাজ্যের মতে, এটি বড় জয়।

বাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

বাংলাভাষীদের সন্দেহের চোখে দেখার অভিযোগে কেন্দ্রকে তুলোধোনা। নাগরিকত্ব নির্ধারণের পদ্ধতি, আটক ও বহিষ্কারের তথ্য হলফনামায় জানানোর নির্দেশ হাই কোর্টের। শুনানি ফের ৪ অগস্ট।

খালি পেটে নয়! গ্রিন টি কখন খাবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

খালি পেটে গ্রিন টি খেলে হতে পারে অ্যাসিডিটি, হজমের সমস্যা, অনিদ্রা। কখন ও কীভাবে গ্রিন টি খাবেন, দিনে কতবার খাবেন—জানুন বিশদে।

আরও পড়ুন

‘ঘুমানোর ব্যাগ বেঁধে রাখতে হয়’, মহাকাশে থাকা অভিজ্ঞতা জানালেন শুভাংশু শুক্ল

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ভারতের প্রথম মহাকাশচারী শুভাংশু শুক্ল কথা বললেন ছাত্রছাত্রীদের সঙ্গে। জানালেন মহাকাশে খাবার, ঘুম ও মানসিক চাপ সামলানোর অভিজ্ঞতা।

মহাকাশ স্টেশনে পৌঁছে বার্তা পাঠালেন শুভাংশু, আপাতত ১৪ দিনের বাস সেখানে

খবর অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আইএসএস) আগে থেকেই রয়েছেন সাত...

৪১ বছর পর ফের একজন ভারতীয় মহাকাশে, জানুন IAF গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সম্পর্কে

৪১ বছর পর ফের একজন ভারতীয় মহাকাশে যাচ্ছেন। IAF-এর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ১১ জুন Ax-4 মিশনে পা রাখবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। ইতিহাসের সাক্ষী হতে চলেছে ভারত।