সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র থেকে ফিরিয়ে আনতে বৃহস্পতিবারই মহাকাশে রওনা দেবে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার ক্রু ৯ মিশন। নাসার কেপ কানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের কমপ্লেক্স ৪০ লঞ্চ প্যাড থেকে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার মহাকাশে পাঠানো হবে স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেট ও ড্রাগন মহাকাশ যান। এতে চেপেই সুনীতাদের আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফেরার কথা।
গত জুন মাসে ৮ দিনের একটা অভিযানে স্টারলাইনার মহাকাশযানে চেপে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে যান দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাঁদের ফিরিয়ে আনতে বৃহস্পতিবার ড্রাগন মহাকাশযানে চেপে যাত্রা করবেন নাসার মহাকাশচারী নিক হগ আর রসকসমসের মহাকাশচারী আলেকজান্দ্র গর্বুনভ। কমান্ডারের দায়িত্ব পালন করবেন নিক। আগামী ফেব্রুয়ারিতে সুনীতা এবং বুচকে নিয়ে ফিরে আসবেন নিক এবং গর্বুনভ।
এদিকে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে আটকে পড়া সুনীতা উইলিয়ামস আপাতত মহাকাশকেন্দ্রের কমান্ডারের দায়িত্ব সামলাচ্ছেন। তাঁদের আট দিনের অভিযানের মেয়াদ বেড়ে আট মাস হয়ে গেছে। আগামী বছর ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফেরার কথা।
নাসা জানিয়েছে, রুশ মহাকাশচারী ওলেগ কোনোনেনকো আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের কমান্ডারের দায়িত্ব সুনীতার হাতে তুলে দিয়েছেন। মহাকাশকেন্দ্রে প্রায় এক বছর কাটালেন কোনোনেনকো। রুশ মহাকাশচারীর এবার পৃথিবীতে ফেরার পালা। তাঁর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র থেকে ফিরবেন নিকোলাই চুব আর ট্রেসি সি ডাইসন।
এরই মধ্যে দু’ দফায় ৪৩১ দিন মহাকাশে কাটিয়ে ফেলেছেন সুনীতা উইলিয়ামস। এ নিয়ে তিনি দ্বিতীয়বার আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রের কমান্ডারের দায়িত্ব সামলাবেন। ১২ বছর আগে তিনি প্রথমবার এই কমান্ডারের দায়িত্ব সামলেছিলেন। কমান্ডার হিসেবে সুনীতা উইলিয়ামসের কাঁধে এখন আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রের সুরক্ষার দায়িত্ব।