মাউন্ট ভিসুভিয়াসের অগ্ন্যূৎপাতে পুড়ে ছাই হয়ে গিয়েছিল সেই সমৃদ্ধির শহর। রোম সাম্রাজ্যের অহংকার পম্পেই। সেটা ছিল খ্রিষ্টপূর্ব ৭৯। যেটুকু ছিল, সেটুকুর সংরক্ষণেও কার্পণ্য করেনি আজকের উন্নত ইউরোপ। কিন্তু ১৯৮০ সালে ইতালিতে ভয়াবহ ভূমিকম্পের পর সেটাও ক্ষতিগ্রস্থ হয় নিদারুণ ভাবে। পম্পেই-এর কিউরেটর আহ্বান জানান আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। ধ্বংস হয়ে যাওয়া একটা শহরের স্মৃতিটুকু অন্তত যেন বাস্তব হয়ে থাকে।
ফল মিলল। সুইডেনের লান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা চিরায়ত প্রত্নতত্ত্ব ও আধুনিক থ্রিডি প্রযুক্তির মিশেলে পুনর্নির্মাণ করলেন প্রাচীন পম্পেই শহরের একটি বাড়ি। একেবারে তার আসল চেহারায়।
“আধুনিক প্রযুক্তি ও চিরকালীন পদ্ধতির মেলবন্ধন ঘটিয়ে আমরা এখন পম্পেই-কে আরও বিস্তারিত ও নিখুঁত ভাবে বিবৃত করতে পারি, যা আগে সম্ভব ছিল না”। বলেছেন লান্ড বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল প্রত্নতত্ত্ববিদ নিকোলা ডেলআনটো।
ডিজিটাল প্রত্নতত্ত্বের একটি অত্যাধুনিক শাখা ও থ্রিডি মডেলের মিশেলে তৈরি করা হয়েছে এই ভিডিওটি। যাতে বিস্তারে দেখা যাচ্ছে পম্পেই শহরের একটি বাড়ির সম্পূর্ণ ব্লক।