ভবিষ্যতে লাল গ্রহ মঙ্গলে শুধু মহাকাশচারী পাঠানো নয় জনবসতি গড়ে তোলার কথাও ভাবছেন বিজ্ঞানীরা। কিন্তু পৃথিবীতে যে পরিমাণ তেজস্ক্রিয়তার প্রভাব সহ্য করতে হয় মঙ্গলের জমিতে তেজস্ক্রিয়তার পরিমাণ তার চেয়ে অনেক বেশি। তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে ক্যানসার, জিনগত সমস্যা এমনকি প্রাণও চলে যেতে পারে। তাই মঙ্গলের জমিতে মহাকাশচারীদের তেজস্ক্রিয়তার প্রভাব থেকে রক্ষা করতে বিশেষ পোশাক তৈরি করা জরুরি।
কম্পিউটারের মাধ্যমে মঙ্গলের তেজস্ক্রিয়তার মডেল বানিয়ে গ্রিসের পাত্রা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক মামুলি জিনিস দিয়ে মহাকাশচারীদের জন্য বিশেষ পোশাক তৈরি করেছেন। প্লাস্টিক, পলিমার, রবার, সিনথেটিক ফাইবার দিয়ে তৈরি করা হবে বিশেষ রকমের পোশাক। আরও বেশি সুরক্ষিত করতে ওপরের স্তরে মঙ্গলের মাটি রেগোলিথের আস্তরণও থাকবে।
গ্রিসের পাত্রা বিশ্ববিদ্যালয়ের গবেষক ডিওনিসিওস গাকি ও আবু ধাবির সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড স্পেস সায়েন্সের মার্স রিসার্চ গ্রুপের গবেষক দিমিত্রা আত্রি, দুজনে মিলে এই গবেষণা চালান। দিমিত্রা আত্রি জানান, মঙ্গলে পৃথিবীর মতো ঘন বায়ুমণ্ডল ও ম্যাগনেটিক ফিল্ডের আস্তরণ নেই। তাই তেজস্ক্রিয়তার প্রভাব অত্যন্ত বেশি। তাই বিশেষ উপাদান দিয়ে তৈরি পোশাক পরলে মহাকাশচারীরা মঙ্গলের জমিতে মহাজাগতিক তেজস্ক্রিয়তার হাত থেকে রক্ষা পাবেন।
এছাড়াও মঙ্গলের মাটি ও ধুলো অতিরিক্ত সুরক্ষার স্তর হিসাবে কাজ করবে। বিশেষ রকমের পোশাকে সাধারণ অ্যালুমিনিয়ামের মিশ্রণ তেজস্ক্রিয়তা রুখতে বিশেষ কার্যকর ভূমিকা নিতে পারে। গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে ‘দ্য ইউরোপিয়ান ফিজিক্যাল জার্নাল প্লাস’ (The European Physical Journal Plus) নামক জার্নালে।
আরও পড়ুন
সুনীতাদের নিয়ে নয়, ৬ সেপ্টেম্বর পৃথিবীতে খালিই ফিরবে স্টারলাইনার