অপার রহস্যে ঢাকা সূর্য। সূর্য ছাড়া গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড অচল। সূর্যের বহির্বায়ুমণ্ডলের চরিত্র আজও আমাদের কাছে একটা রহস্যই। সূর্যের উপরিস্তরে প্রবল হাওয়া বয়ে চলে। একে বলা হয় সোলার উইন্ড। অনেক সময় হাওয়া ঝড়ের মতো বয়। সূর্যের উপরিস্তরের এই হাওয়ার প্রাত্যহিক খবর চিরদিনই আকৃষ্ট করে বিজ্ঞানীদের।
এই হাওয়ার চরিত্র ও গতি বিজ্ঞানীদের সূর্যকে চিনতে ও সেখান থেকে পৃথিবীর কোনো সমস্যা হতে পারে কি না তা আগাম জানতে সাহায্য করতে পারে। এর জন্য বিজ্ঞানীরা তৈরি করেছেন একটি নতুন যন্ত্র – করোনাল ডায়াগনস্টিক এক্সপেরিমেন্ট (Coronal Diagonostic Experiment) বা কোডেক্স। সহজ ভাষায় এই যন্ত্রের আরেক নাম সোলার করোনাগ্রাফ (Solar Coronagraph)। এই বিশেষ যন্ত্র যৌথ ভাবে তৈরি করেছেন দক্ষিণ কোরিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র কাসা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা।
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স সংস্থার ফ্যালকন রকেটে চেপে এই বিশেষ যন্ত্রকে পাঠানো হবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। সেখানেই সেটি বসানো হবে। এই যন্ত্র প্রতি ৯০ মিনিটের মধ্যে ৫৫ মিনিট সূর্যের উপরিস্তরের হাওয়াবাতাসের খবর নেবে এবং সেই তথ্য বিজ্ঞানীদের সরবরাহ করবে।