Homeবিজ্ঞানসুনীতাদের নিয়ে নয়, ৬ সেপ্টেম্বর পৃথিবীতে খালিই ফিরবে স্টারলাইনার

সুনীতাদের নিয়ে নয়, ৬ সেপ্টেম্বর পৃথিবীতে খালিই ফিরবে স্টারলাইনার

প্রকাশিত

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আইএসএস) নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে রেখে পৃথিবীতে খালিই ফিরবে স্টারলাইনার মহাকাশযান। আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার তরফে একথা ঘোষণা করা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর বোয়িং কোম্পানির মহাকাশযান স্টারলাইনার ক্যাপসুলের পৃথিবীতে খালিই ফিরে আসার কথা জানিয়েছে নাসা।

স্টারলাইনার খালি ফিরে আসার ঘোষণায় আরও দীর্ঘায়িত হল দুই মহাকাশচারীর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে বাস। ৮ দিনের মহাকাশ অভিযানে গিয়ে আপাতত আইএসএস-এ তাঁদের থাকার মেয়াদ ৮ মাস হয়ে গেল। এখন যা ঠিক হয়েছে তাতে সুনীতা ও উইলমোরের ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ‘স্পেসএক্স ক্রু ড্রাগন’ ক্যাপসুলে চেপে পৃথিবীতে ফেরার কথা। এলন মাস্কের কোম্পানি ‘স্পেসএক্স’ এই মহাকাশযানটি তৈরি করেছে।   

গত ৫ জুন সুনীতাদের নিয়ে মহাকাশে যায় স্টারলাইনার মহাকাশযান। এটিই মহাকাশচারীদের নিয়ে এই মহাকাশযানের প্রথম মহাকাশাভিযান। নাসার তরফে বলা হয়েছে, আবহাওয়া ও প্রযুক্তিগত দিক ঠিক থাকলে আগামী ৬ সেপ্টেম্বর ভারতীয় সময় ভোররাত ৩টে ৩৪ নাগাদ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে যাত্রা শুরু করবে স্টারলাইনার মহাকাশযান। ৬ ঘণ্টা লাগবে পৃথিবীতে পৌঁছোতে। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার পর মহাকাশযানের যে অংশ পুড়ে যাবে তার পর অবশিষ্ট অংশ প্যারাশ্যুটে করে নামবে নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ড হারবারে।

নাসার বিজ্ঞানীরা মুখ না খুললেও সুনীতাদের আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে রেখে খালি স্টারলাইনার মহাকাশযানের এভাবে ফিরে আসা বোয়িং সংস্থার মহাকাশযান স্টারলাইনারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এর আগে মহাকাশযানে হিলিয়াম লিক হওয়া ও থ্রাস্টার ফেলিয়রের কথা সামনে এসেছে। এবার খালি হাতে ফেরা ভবিষ্যতে স্টারলাইনারের মহাকাশচারীদের নিয়ে যাতায়াতের সুরক্ষা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে।

এত কিছুর পরও স্টারলাইনার মহাকাশযান নিয়ে আশাবাদী নাসা। কারণ এই মহাকাশযান বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার কথা। তবে সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের সুরক্ষাই যে তাদের কাছে অগ্রাধিকার তা জানাতে ভোলেননি নাসার প্রশাসক বিল নেলসন।

বোয়িংয়ের স্টারলাইনার এবং স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল উভয়ই NASA-এর মহাকাশ মিশনগুলির জন্য মহাকাশচারী এবং কার্গো বহন করতে পরিকল্পিত।

আরও পড়ুন

সুনীতা উইলিয়ামসরা কবে পৃথিবীতে ফিরবেন? বড় আপডেট দিল নাসা

সাম্প্রতিকতম

প্রতি দিন এক গ্লাস দুধ খেলে কী হয়? কী তথ্য উঠে এল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায়

প্রতি বছর অসংখ্য মানুষ কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হন। অত্যন্ত দ্রুত এই ক্যানসার ছড়িয়ে পড়ে...

রাতে বৃষ্টির সম্ভাবনা, শনিবার থেকে ফের ঠান্ডা, ২৬ জানুয়ারি থেকে জাঁকিয়ে শীতের ইঙ্গিত

আজ রাত থেকে হালকা বৃষ্টি হতে পারে। কাল থেকে উত্তুরে হাওয়া এবং কনকনে ঠান্ডা ফেরার সম্ভাবনা। ২৬ জানুয়ারি থেকে শীতের তীব্রতা বাড়বে বলে জানিয়েছে হাওয়া দফতর।

তিন সরকারি ব্যাংকের বিরুদ্ধে বড় ‘অ্যাকশন’ আরবিআই-এর, গ্রাহকদের কী হবে?

শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) তিনটি সরকারি ব্যাংকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ...

দুধের দামে কাটছাঁট, জানুন কোন আমুল দুধের দাম কত হল

নিত্যপ্রয়োজনীয় দুধের দাম কমিয়ে সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিল জনপ্রিয় দুগ্ধ সংস্থা আমূল।...

আরও পড়ুন

ইসরোর নতুন প্রধান ভি নারায়ণ, দায়িত্ব নেবেন ১৪ জানুয়ারি

ইসরোর নতুন চেয়ারম্যান হলেন ভি নারায়ণ। লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের প্রাক্তন প্রধান এবার ইসরোর নেতৃত্ব দেবেন।

কচ্ছে কোটি বছরের পুরনো বাঁদরের জীবাশ্ম খুঁজে পেলেন অনাবাসী ভারতীয় জীবাশ্মবিদ

গুজরাতের পূর্ব কচ্ছের অঞ্জর তালুকের তাপ্পার বাঁধ এলাকায় হিমালয়ের শিবালিক রেঞ্জে পাওয়া জীবাশ্মের মতোই...

ফেব্রুয়ারিতেও নয়, মহাকাশ থেকে আরও ফিরতে দেরি হবে সুনীতা উইলিয়ামসদের, কী জানাল নাসা

মহাকাশ অভিযানের মেয়াদ ছিল ৮ দিনের। কিন্তু এখনও আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আটকে রয়েছেন নাসার...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে