Homeবিজ্ঞান‘আমার আর একটা পরিবার’, সফলভাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে বললেন সুনীতা উইলিয়ামস 

‘আমার আর একটা পরিবার’, সফলভাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে বললেন সুনীতা উইলিয়ামস 

প্রকাশিত

ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর বৃহস্পতিবার সফলভাবে বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফ্টের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছলেন। ৫৯ বছর বয়সী সুনীতা উইলিয়ামস নতুন ক্রুড স্পেসক্রাফ্টের প্রথম মহাকাশযাত্রী হিসেবে এই কাজটি সম্পন্ন করলেন।

সুনীতা উইলিয়ামস এর আগে মহাকাশে ভগবদ্গীতা এবং গণেশ মূর্তি নিয়ে গিয়েছিলেন। এটি তাঁর তৃতীয় মহাকাশ ভ্রমণ এবং আইএসএসে পৌঁছে তিনি আনন্দে নেচে ওঠেন এবং স্টেশনে থাকা সাতজন মহাকাশচারীকে আলিঙ্গন করেন। এটি আইএসএসের একটি পুরনো ঐতিহ্য হিসেবে ঘণ্টা বাজিয়ে তাঁদের স্বাগত জানানো হয়। সুনীতা উইলিয়ামস সফর সম্পর্কে বলেন, “এভাবেই শুরু করতে হয়।”

তিনি তাঁর ক্রুমেটদেরকে “আরেকটি পরিবার” হিসেবে উল্লেখ করে তাঁদেরকে এমন দারুণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান।

সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর প্রথম ক্রু যাঁরা বোয়িং স্টারলাইনারে মহাকাশে ভ্রমণ করেছেন। তাঁরা ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণের ২৬ ঘণ্টা পরে সফলভাবে স্টারলাইনারকে আইএসএসের সঙ্গে যুক্ত করান। এই সময়ে তাঁরা স্টারলাইনারের স্বয়ংক্রিয় ম্যানুভার পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা, যেমন হালকা হিলিয়াম লিকের কারণে ডকিং প্রায় এক ঘণ্টা দেরি হয়।

আইএসএসে পৌঁছানোর পথে ক্রু সদস্যরা স্টারলাইনারের বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করেন, যার মধ্যে প্রথমবার মহাকাশে স্পেসক্রাফ্টটি ম্যানুয়ালি পরিচালনা করা অন্যতম। তাঁরা মহাকাশে প্রায় এক সপ্তাহ থাকবেন এবং বিভিন্ন পরীক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহায়তা করবেন।

তাঁদের প্রত্যাবর্তনেও স্টারলাইনারে হবে এবং তাঁরা সাগরে নয়, স্থলে অবতরণ করবেন।

নাসা বরাবরই স্পেসএক্স ক্রু মডিউলের বিকল্প হিসেবে আরেকটি ক্রুড স্পেসক্রাফ্ট চেয়েছিল এবং বোয়িং স্টারলাইনার এই বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের অংশ হিসেবে সেই চাহিদা পূরণে এগিয়ে আসে।

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

বিশ্বের মোট ডায়াবেটিস রোগীর এক-চতুর্থাংশই ভারতে: ল্যানসেট রিপোর্ট

গোটা বিশ্বে এখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে মধুমেহ বা ডায়াবেটিস রোগ। প্রতি বছর ১৪...

এ বার বাতাসের গুণমান জানিয়ে দিচ্ছে গুগল ম্যাপস

আজকাল সব দেশের মানুষই কমবেশি বায়ুদূষণের সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে মুশকিল আসান হয়ে হাজির...

ভারতে কি হোয়াটসঅ্যাপও নিষিদ্ধ হয়ে যাবে? মামলা খারিজ করে কী বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করার আবেদন জানিয়ে দায়ের একটি জনস্বার্থ মামলা (PIL) খারিজ করল সুপ্রিম...

পরিবহনমন্ত্রীর উপস্থিতিতে কলকাতা বিমানবন্দরে র‌্যাপিডোর নতুন ‘এয়ারপোর্ট ক্যাব সার্ভিস’ উদ্বোধন

কলকাতা: ভারতের বৃহত্তম রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম র‌্যাপিডো (Rapido) এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) মিলে...

আরও পড়ুন

ভারতে কি হোয়াটসঅ্যাপও নিষিদ্ধ হয়ে যাবে? মামলা খারিজ করে কী বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করার আবেদন জানিয়ে দায়ের একটি জনস্বার্থ মামলা (PIL) খারিজ করল সুপ্রিম...

উপনির্বাচনে সরকারি আধিকারিককে চড় মারা সেই নির্দল প্রার্থী গ্রেফতার

রাজস্থানের টঙ্ক জেলার সেই নির্দল প্রার্থী নরেশ মীনাকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গ্রেফতার করেছে পুলিশ।...

মণিপুরে ৩ সন্তানের মাকে পুড়িয়ে মারার আগে নৃশংস নির্যাতন করা হয়েছিল, বলছে ময়না তদন্তের রিপোর্ট

মণিপুরের জিরিবামে এক ৩১ বছরের মহিলাকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ। ময়নাতদন্তের রিপোর্টে ভয়ঙ্কর নির্যাতনের প্রমাণ।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে