Homeবিজ্ঞানসুনীতা উইলিয়ামসরা কবে পৃথিবীতে ফিরবেন? বড় আপডেট দিল নাসা

সুনীতা উইলিয়ামসরা কবে পৃথিবীতে ফিরবেন? বড় আপডেট দিল নাসা

প্রকাশিত

মহাকাশে আটকে আছেন নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বাচ উইলমোর। তারা ৬ জুন থেকে মহাকাশে অবস্থান করছেন এবং শীঘ্রই পৃথিবীতে ফিরতে চাইছেন। তবে, নাসার মতে, তাঁদের আরও কয়েকদিন অনিশ্চয়তার মধ্যে থাকতে হতে পারে।

NASA জানিয়েছে, শনিবার (২৪ আগস্ট) তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে সুনীতা উইলিয়ামস এবং বাচ উইলমোরকে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে পৃথিবীতে ফেরানো হবে, নাকি স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে। নাসার এক বিবৃতিতে জানানো হয়েছে, “এজেন্সি-স্তরের পর্যালোচনার পরে, শনিবারের আগে স্টারলাইনারে মহাকাশচারীদের ফেরানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।”

সুনীতা উইলিয়ামস এবং বাচ উইলমোরের অভিযান আট দিনের জন্য শুরু হলেও, এখন তাঁরা দুই মাসের বেশি সময় ধরে মহাকাশে আটকে রয়েছে। স্টারলাইনারের যাত্রা পথে একাধিক প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে, যেমন কয়েকটি থ্রাস্টার ব্যর্থ হওয়া এবং প্রপালশন সিস্টেমে হিলিয়াম লিক।

যদিও প্রকৌশলীরা পাঁচটি বিকল থ্রাস্টারের মধ্যে চারটি পুনরায় চালু করতে সক্ষম হয়েছেন, তবুও পৃথিবীতে ‘সফলভাবে ফিরে আসা’ নিয়ে সংশয় রয়ে গেছে। বোয়িং তাদের স্টারলাইনারের নিরাপত্তা সম্পর্কে আশ্বস্ত করেছে, তবে NASA-র কর্মকর্তারা এ বিষয়ে একমত নন।

যদি NASA স্টারলাইনারকে নিরাপদ মনে না করে, তবে এটি স্টেশন থেকে জনবিহীনভাবে বিচ্ছিন্ন হবে। সুনীতা উইলিয়ামস এবং বাচ উইলমোর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে পৃথিবীতে ফিরবেন, কারণ NASA তাদের Crew-9 মিশনের লঞ্চ সেপ্টেম্বরে পিছিয়ে দিয়েছে।

বহু প্রতিবন্ধকতার পর বোয়িং ৫ জুন প্রথমবারের মতো তাদের মিশন শুরু করে। NASA-এর কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের অধীনে ২০১৪ সালে বোয়িং এবং স্পেসএক্স চুক্তি স্বাক্ষর করে। যদিও স্পেসএক্স ২০২০ সাল থেকে সফলভাবে মহাকাশচারীদের নিয়ে স্পেস স্টেশনে পৌঁছাচ্ছে, বোয়িং তাদের স্টারলাইনার প্রকল্পে ইতিমধ্যেই ১.৫ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। NASA এয়ারস্পেস জায়ান্টকে প্রায় ৪.২ বিলিয়ন ডলার দিয়েছে।

বোয়িংয়ের স্টারলাইনার এবং স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল উভয়ই NASA-এর মহাকাশ মিশনগুলির জন্য মহাকাশচারী এবং কার্গো বহন করতে পরিকল্পিত।

সাম্প্রতিকতম

নিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা রেলের

নিউ দিল্লি রেল স্টেশনে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করল...

আইএসএল ২০২৪-২৫: কেরলকে তিন গোল, শিল্ড জয় থেকে আর এক পা দূরে মোহনবাগান

মোহনবাগান সুপার জায়ান্ট: ৩ (জেমি ম্যাকলারেন ২, আলবার্তো রদ্রিগুয়েজ) ...

ফের ১১৯ ভারতীয়কে দেশে ফেরাল আমেরিকা, পাঞ্জাবকে ‘ডিপোর্টেশন সেন্টার’ করার অভিযোগ মানের

শনিবার রাত ১১:৪০ মিনিটে অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আমেরিকার সামরিক বাহিনীর সি-১৭ বিমানটি।

নিউ দিল্লি রেল স্টেশনে কুম্ভ পুণ্যার্থীদের ভিড়, হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১৮, কী ভাবে ঘটল দুর্ঘটনা?

দিল্লির রেল স্টেশনে ভয়াবহ স্ট্যাম্পিডে ১৮ জনের মৃত্যু, আহত একাধিক। ট্রেন দেরি ও কুম্ভ মেলার অতিরিক্ত যাত্রীচাপকে কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। রেল মন্ত্রকের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন।

আরও পড়ুন

ইসরোর নতুন প্রধান ভি নারায়ণ, দায়িত্ব নেবেন ১৪ জানুয়ারি

ইসরোর নতুন চেয়ারম্যান হলেন ভি নারায়ণ। লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের প্রাক্তন প্রধান এবার ইসরোর নেতৃত্ব দেবেন।

কচ্ছে কোটি বছরের পুরনো বাঁদরের জীবাশ্ম খুঁজে পেলেন অনাবাসী ভারতীয় জীবাশ্মবিদ

গুজরাতের পূর্ব কচ্ছের অঞ্জর তালুকের তাপ্পার বাঁধ এলাকায় হিমালয়ের শিবালিক রেঞ্জে পাওয়া জীবাশ্মের মতোই...

ফেব্রুয়ারিতেও নয়, মহাকাশ থেকে আরও ফিরতে দেরি হবে সুনীতা উইলিয়ামসদের, কী জানাল নাসা

মহাকাশ অভিযানের মেয়াদ ছিল ৮ দিনের। কিন্তু এখনও আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আটকে রয়েছেন নাসার...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে