Homeবিজ্ঞাননয় মাস পর পৃথিবীর পথে সুনীতা উইলিয়ামস, ফিরিয়ে আনছে স্পেসএক্সের ড্রাগন

নয় মাস পর পৃথিবীর পথে সুনীতা উইলিয়ামস, ফিরিয়ে আনছে স্পেসএক্সের ড্রাগন

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

নয় মাস মহাকাশে আটকে থাকার পর পৃথিবীর পথে ফিরছেন মার্কিন নভোচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (ISS) থেকে স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানে চড়ে তাঁরা যাত্রা শুরু করেন। নাসা জানিয়েছে, ভারতীয় সময় সকাল ১০:৩৫ মিনিটে ক্রু-৯ মিশন আনডক করে, এবং ১৭ ঘণ্টার সফর শেষে বুধবার ভোর ৩:২৭ মিনিট নাগাদ ফ্লোরিডার উপকূলে সমুদ্রে অবতরণ করবে মহাকাশযানটি।

কীভাবে আটকে পড়লেন দুই নভোচারী?

২০২৪ সালের ৫ জুন বোয়িং স্টারলাইনার ক্যাপসুলে চড়ে ISS-এ পৌঁছেছিলেন উইলিয়ামস এবং উইলমোর। পরিকল্পনা ছিল মাত্র আট দিনের মিশনের। কিন্তু স্টারলাইনার ক্যাপসুলের প্রপালশন সিস্টেমে সমস্যা ধরা পড়ায় সেটিকে অনিরাপদ ঘোষণা করা হয় এবং সেপ্টেম্বরে সেটি জনমানবহীন অবস্থায় পৃথিবীতে ফেরত পাঠানো হয়। ফলে দুই নভোচারী মহাকাশেই আটকে পড়েন।

ট্রাম্পের অভিযোগ, স্পেসএক্সের উদ্ধার অভিযান

এই ঘটনার পর তাঁদের উদ্ধারে দীর্ঘ দেরি হওয়ায় মার্কিন রাজনীতিতে বিতর্ক শুরু হয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, বাইডেন প্রশাসন তাঁদের ফেলে রেখেছে। এরপর নাসা দ্রুত পদক্ষেপ নেয় এবং স্পেসএক্সের ক্রু-৯ মিশনের মাধ্যমে তাঁদের ফিরিয়ে আনার পরিকল্পনা হয়।

২০২৪ সালের সেপ্টেম্বরেই একটি ড্রাগন ক্যাপসুল মহাকাশে পাঠানো হয়, যেখানে দুই নভোচারীর জায়গা খালি রাখা হয়েছিল। অবশেষে এই উদ্ধার অভিযান সফল হয়েছে।

ফিরে আসছেন চার নভোচারী

এই ক্যাপসুলে উইলিয়ামস এবং উইলমোর ছাড়াও রয়েছেন নাসার নিক হেগ এবং রাশিয়ার নভোচারী আলেকজান্ডার গরবুনভ। যাত্রার আগে নিক হেগ বলেন, “আমরা পৃথিবীতে ফিরছি, কিন্তু যারা এখানে থাকছেন, তাঁদের জন্য অপেক্ষা করব।”

মহাকাশে দীর্ঘ সময় থাকা কি ক্ষতিকর?

নভোচারীরা দীর্ঘ সময় মহাকাশে থাকলে তাঁদের স্বাস্থ্যে নানা প্রভাব পড়ে। বিশেষজ্ঞদের মতে, ওজনহীন পরিবেশে এতদিন কাটানোর ফলে তাঁদের হাড় ও পেশির ঘনত্ব কমে যেতে পারে, দেহের তরল সরণ হয়, এমনকি মানসিক চাপও বৃদ্ধি পায়। মনোবিজ্ঞানীরা বলছেন, “উইলিয়ামস ও উইলমোরের সহনশীলতা সত্যিই অসাধারণ।”

মহাকাশে দীর্ঘতম থাকার রেকর্ড

এই নয় মাসের মিশন আমেরিকার ইতিহাসে ষষ্ঠ দীর্ঘতম নভোচারী বাসের রেকর্ড গড়ল। এর আগে ২০২৩ সালে নাসার ফ্র্যাঙ্ক রুবিও ৩৭১ দিন মহাকাশে কাটান। বিশ্ব রেকর্ড রয়েছে রাশিয়ার ভ্যালেরি পলিয়াকভের, যিনি ৪৩৭ দিন মহাকাশে কাটিয়েছিলেন।

আগামী ১৭ ঘণ্টা সবার নজর থাকবে ড্রাগন ক্যাপসুলের সফল অবতরণের দিকে।

সাম্প্রতিকতম

মহামারীর আকার নিচ্ছে স্থুলতা, সিঙ্গারা, কচুরিতে কতো তেল— জানিয়ে সরকারি দফতরে বোর্ড লাগাতে পরামর্শ স্বাস্থ্য মন্ত্রকের

ভারতে বাড়ছে স্থূলতা ও অসংক্রামক রোগ। তা রুখতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ—সব সরকারি অফিসে বসুক ‘অয়েল অ্যান্ড সুগার বোর্ড’, ছাপা হোক স্বাস্থ্য-বার্তা। উদ্যোগের মূল লক্ষ্য সচেতনতা এবং সুস্থ জীবনযাপন।

‘যোগ্যতা বদল করে ছক ভাঙছে SSC’, হাইকোর্টে অভিযোগ বঞ্চিতদের—শুনানি শেষ, রায় আপাতত স্থগিত

এসএসসি-র নতুন নিয়োগপ্রক্রিয়া নিয়ে কলকাতা হাই কোর্টে ডিভিশন বেঞ্চে শুনানি শেষ। রায় স্থগিত। রাজ্য ও এসএসসি-র দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পদক্ষেপ, পাল্টা অভিযোগ বঞ্চিত চাকরিপ্রার্থীদের।

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন

‘ঘুমানোর ব্যাগ বেঁধে রাখতে হয়’, মহাকাশে থাকা অভিজ্ঞতা জানালেন শুভাংশু শুক্ল

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ভারতের প্রথম মহাকাশচারী শুভাংশু শুক্ল কথা বললেন ছাত্রছাত্রীদের সঙ্গে। জানালেন মহাকাশে খাবার, ঘুম ও মানসিক চাপ সামলানোর অভিজ্ঞতা।

মহাকাশ স্টেশনে পৌঁছে বার্তা পাঠালেন শুভাংশু, আপাতত ১৪ দিনের বাস সেখানে

খবর অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আইএসএস) আগে থেকেই রয়েছেন সাত...

৪১ বছর পর ফের একজন ভারতীয় মহাকাশে, জানুন IAF গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সম্পর্কে

৪১ বছর পর ফের একজন ভারতীয় মহাকাশে যাচ্ছেন। IAF-এর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ১১ জুন Ax-4 মিশনে পা রাখবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। ইতিহাসের সাক্ষী হতে চলেছে ভারত।