তামিলনাড়ুর থোট্টুকুড়ি উপকূলে নয়া প্রজাতির ইল মাছের সন্ধান পাওয়া গেছে। মাছের বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ‘Ariosoma tamilicum’। আইসিএআর-ন্যাশনাল ব্যুরো অফ ফিস জেনেটিক রিসোর্সের বিজ্ঞানীরা নয়া প্রজাতির ইল মাছের সন্ধান পেয়েছেন।
আইসিএআর-ন্যাশনাল ব্যুরো অফ ফিস জেনেটিক রিসোর্সের অধিকর্তা টি টি অজিত জানান, ‘মোহনা থেকে মাছের নমুনা সংগ্রহর সময় স্থানীয় মৎস্যজীবীরা অনুরোধ জানান যদি মাছের প্রজাতির নতুন হয় তবে তামিল সংস্কৃতি এবং ভাষার প্রতি সম্মান জানাতে যেন তামিল নাম রাখা হয়। বিভিন্ন রকমের পরীক্ষার পর যখন দেখা যায় মাছের প্রজাতি নতুন তখন সিদ্ধান্ত নেওয়া হয় এর বৈজ্ঞানিক নাম দেওয়া হবে Ariosoma tamilicum।’
আইসিএআর-ন্যাশনাল ব্যুরো অফ ফিস জেনেটিক রিসোর্সের পি কোদিশ্বরন, স্ম্রুতিরেখা আচার্য, অনিল মহাপাত্র ও টি টি অজিতের মতো ৪ বিজ্ঞানী মিলে গবেষণা চালান। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে Zootaxa নামক আন্তর্জাতিক জার্নালে। বিজ্ঞানী পি কোদিশ্বরন জানান, ২০২২ সালের ১২ সেপ্টেম্বর থোট্টুকুড়ি উপকূলে বঙ্গোপসাগর থেকে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে নয়া প্রজাতির ইল মাছ। পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে থোট্টুকুড়ি মাছ সংগ্রহ কেন্দ্র।
ন্যাশনাল ব্যুরো অফ ফিস জেনেটিক রিসোর্সের আর জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা ইল মাছের নমুনা মরফোলজিক্যাল পরীক্ষা, স্কেলিটন রেডিওগ্রাফি ও মলিকিউলার পরীক্ষা করে নিশ্চিত হন এটা একেবারে আলাদা নতুন প্রজাতির ইল মাছ।