ওয়েবডেস্ক : নোকিয়া ৩৩১০ বেসিক ফোন সরকারি ভাবে এল চিনের বাজারে। এটি ৪জি ফোন। কিন্তু স্মার্টফোন নয়। বেসিক ফোন হলেও এতে রয়েছে ফেসবুক, হোয়াটস অ্যাপ-সহ প্রচুর অ্যাপলিকেশন। মূলত জিও ফোন আর মাইক্রোম্যাক্সের ভারত ১ বেসিক ফোনে হোয়াটস অ্যাপ ব্যবহার করা যায় না। আর জিওফোনে বাইরের কোনো অ্যাপলিকেশন লোড করা যায় না। কিন্তু সে দিক থেকে নতুন এই ফোনটি অনেক বেশি সুবিধাজনক। আগামী মাসে স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৮-এ ফোনটির দাম আর বিশ্বের বাজারে কবে থেকে মিলবে সে ব্যাপারে ঘোষণা করা হবে।
জেনে নিন কী কী ফিচার আছে এই ফোনে –
- প্রথমেই বলেছি এটি ৪জি বেসিক ফোন।
- ২.৪ ইঞ্চি কিউভিজিএ কালার ডিসল্পে।
- ২ এমপি রেয়ার ক্যামেরা। এলইডি ফ্ল্যাশ।
- মাইক্রো এসডি কার্ডের স্লট।
- ইন্টারনাল স্টোরেজ ক্ষমতা ৫১২ এমবি। ৬৪ জিবি এক্সপেন্ডেবল মেমরি।
- র্যাম ২৫৬ এমবি।
- ১২০০ এমএএইচ ব্যাটারি। মাইক্রো ইউএসবি পোর্ট চার্জার।
- ইয়ুন ওএস-এর অপারেটিং সিস্টেম।
- রয়েছে ৪জি ভোল্ট ওয়াইফাই, হটস্পট।
- রয়েছে মিউজিক, বুক আর অডিওবুক অ্যাপলিকেশনও।