ওয়েবডেস্ক : নতুন বছরের পড়ার আগেই নতুন চমক দিল রিলায়েন্স জিও। তার সঙ্গে সঙ্গে চমক দিতে শুরু করল অন্যান্য টেলিকম সংস্থাগুলোও। গত বছর এমনই একটা ছবি ছিল বিভিন্ন সংস্থার প্রি প্রেড প্ল্যানগুলোতে। এ বারেও তার অন্যথা নেই। ইতিমধ্যেই চমকের লড়াইয়ে নেমে পড়েছে টেলিকম সংস্থাগুলো।
ভোডাফোনের ১৯৯ টাকার প্ল্যান – ১৯৯ টাকার অফারে ভোডাফোন এখন দিচ্ছে বিনামূল্যে যতখুশি ভয়েসকল। কল করা যাবে লোকাল, এসটিডি আর রোমিং সব ক্ষেত্রেই। সঙ্গে রয়েছে দিনে এক জিবি ডেটা ব্যবহারের সুযোগ। ২৮ দিনের এই প্ল্যানে মোট ২৮ জিবি ডেটা দিচ্ছে সংস্থা। ভোডাফোনের ১৯৯ টাকার প্ল্যানে রয়েছে আরও সুবিধে। রয়েছে দিনে ১০০টা করে মোট ২৮০০টা এসএমএস বিনামূল্যে।
আরও পড়ুন : জিও-র তাক লাগিয়ে দেওয়া দুটি প্রিপেড অফার, ‘হ্যাপি নিউ ইয়ার ২০১৮’
যদিও তা সত্ত্বেও জিও-র তুলনায় একটু পিছিয়েই রয়েছে। জিও প্রতি দিন ১.২ জিবি করে ডেটা দিচ্ছে গ্রাহকদের।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।