whatsapp

ওয়েবডেস্কঃ গ্রাহকদের জন্য সুখবর। হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার্স। ভুলবশত কোনও ছবি বা ভিডিও আপনার ফোন থেকে ডিলিট হয়ে গেছে? এখন ভাবছেন সেই পুরনো ছবি ফিরে পাবেন কীভাবে?

সেই সমস্যার সমাধান করতে হাজির হোয়াটসঅ্যাপ বিটা। ফোন থেকে ডিলিট হয়ে গেছে সেই তথ্য আবার ডাউনলোড করে দেবে হোয়াটসঅ্যাপ। এর ফলে যে কোনও ডিলিট হয়ে যাওয়া তথ্য ইন্টারনাল স্টোরেজ থেকে গ্রাহকরা ফিরে পাবেন।

জানা গিয়েছে, শুধুমাত্র আ্যন্ড্রয়েড ব্যবহারকারী গ্রাহকরাই হোয়াটসঅ্যাপের এই পরিষেবা পাবে। যে সব গ্রাহকদের ফোনের মেমরি স্টোরেজ খুবই কম তাদের জন্য এই ফিচার্স খুবই উপযোগী হবে। এছাড়া পুরনো কোনও তথ্য ডিলিট হয়ে গেলেও ৩০ দিনের মধ্যে ফিরে পাবে গ্রাহকরা। তবে ডিলিট হওয়া কোনও তথ্য ইন্টারনাল মেমরি থেকে একবার পুনঃরুদ্ধার করা হয়ে গেলে আর দ্বিতীয়বার ডাউনলোড করা যাবে না।

তবে সমস্ত অ্যান্ড্রয়েড ফোনে এই সুবিধা পাওয়া যাবে না।  হোয়াটসঅ্যাপ বিটা কাজ করবে শুধু মাত্র অ্যান্ড্রয়েডের ২.১৮.১১১ ভার্সানেই। বর্তমানে ফেসবুক মেসেঞ্জার থেকে যে ভাবে তথ্য ডাইনলোড করে নেওয়া যায়, কতকটা একই পদ্ধতিতে কাজ করবে এই  হোয়াটসঅ্যাপ বিটা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here